আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:২৯
মনির হোসেন জীবন – রাজধানীর তেজগাঁওয়ে একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি এবং ধারালো অস্ত্রের আঘাতে এক পথচারী গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন, গুলিবিদ্ধ পথচারী ভুবন চন্দ্র শীল (৪৫), মো: মামুন (৫৪) ও আরিফুল হক ইমন (৩০)। তাদেরকে ঢামেকসহ পপুলার হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানার সিটি পেট্রোল পাম্প (বিজি প্রেস’)র মাঝামাঝি স্হানে এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে মগবাজারের প্রেয়সী বার এন্ড রেস্টুরেন্ট থেকে বের হয়ে মামুন (৫৪) এবং তার দুই সহযোগী খোকন (৩৭) ও মিঠু (৫২)। এরপর তারা সকলে একটি প্রাইভেটকারে করে শেরেবাংলা নগর থানার শুক্রাবাদ এলাকার তল্লাবাগ মামুনের বাসায় যাচ্ছিলেন। এসময় তাদের বহনকারি প্রাইভেটকারটি তেজগাঁও শিল্পাঞ্চল থানার সিটি পেট্রোল পাম্প (বিজি প্রেস’)র মাঝামাঝি মেইন রোডে পৌঁছালে অজ্ঞাতনামা ৪টি মোটরসাইকেল যোগে আসা ৭/৮ জন অস্ত্রধারী সন্ত্রাসী মামুনের প্রাইভেটকারকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। তখন তাৎক্ষণিকভাবে প্রাইভেটকার থেকে মামুন, মিঠু ও খোকন নেমে পড়লেও মামুনকে এলোপাতাড়ি কুপিয়ে পিঠে ও ঘাড়ে গুরুতর আহত করা হয়।
এদিকে, গুলিবিদ্ধ হয়ে আহত ভুবন চন্দ্র শীলের ভাবি জয়শ্রী রানী জানান, গুলিবিদ্ধ ভুবনের গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদীতে। বর্তমানে তিনি মতিঝিলের আরামবাগে একটি মেসে থাকেন। তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালের আইসিইউতে নিয়ে ভর্তি করান। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
ওসি মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় গুলিবিদ্ধ পথচারী ভুবন চন্দ্র শীলকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া আরিফুল হক নামে আরেক পথচারী সামান্য আহত হন। পুলিশের এ কর্মকর্তা জানান, সন্ত্রাসী মামুন দীর্ঘ ২৬ বছর জেল খেটে ২/৩ মাস আগে বের হয়েছেন। লক্ষ্মীপুর সদর উপজেলার শমসেরাবাদ এলাকার এসএম ইকবালের পুত্র। তার দুই সহযোগীকে নিয়ে প্রাইভেটকারে করে যাওয়ার সময় অপর সন্ত্রাসীরা তাদের ওপর এ হামলা চালালে এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে। ওসি জানান, ইতিমধ্যে ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি।
এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ সাংবাদিকদের জানান, সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি সন্ত্রাসী মামুন। পিয়াসা বার থেকে গতরাতে ফেরার পথে তার গাড়িতে হামলা হয়। তিনি জানান, মামুন ২০ বছর জেল খেটে বের হয়েছেন। সন্ত্রাসী ইমন জেলে মামুনকে হুমকি দিয়েছিল। সন্ত্রাসী ইমনের লোকজন মামুনের ওপর হামলা করছে বলে ধারণা করছি। তদন্তে সব কিছুই বেরিয়ে আসবে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |