আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩৫
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪ সদস্যের কারিগরি পর্যবেক্ষক টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী ২১শে নভেম্বর থেকে ২১শে জানুয়ারি দুই মাস বাংলাদেশ অবস্থান করবে এই দলটি। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বৃহস্পতিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইইউ থেকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে এই কারিগরি টিম পাঠানোর কথা জানানো হয়েছে। চার সদস্যের টিম পাঠাবে সংস্থাটি।
চিঠিতে বলা হয়েছে, আগামী ২১শে নভেম্বর থেকে ২১শে জানুয়ারি পর্যন্ত কারিগরি দলটি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য অবস্থান করবে। এ সময় তাদের চার সদস্যের প্রতিনিধি দল ভোট পর্যবেক্ষণ করবে। তারা নির্বাচন শেষে একটি প্রতিবেদনও দাখিল করবে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |