আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৩৮
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের সৈরশাসন এর বিরুদ্ধে সোচ্চার বিএনপির নেতৃত্বাধীন অন্যান্য রাজনৈতিক দলগুলোর দাবিকৃত বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির সম্মানিত চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশ পাঠানোর দাবিতে চলমান: আন্দোলনের অংশে আগামী ৫ অক্টোবর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ‘রোডমার্চ’ কে সামনে রেখে একের পর এক বিএনপির পক্ষ থেকে প্রস্তুতি সভার খবর পাওয়া যাচ্ছে।
আর তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ধুম ধাড়াক্কা ভাবে পোষ্টিংয়ে চলছে- আগামী ৫ অক্টোবর বিএনপির নির্দেশনায় ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী দলের অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথতায় কুমিল্লা হয়ে ফেনী, অত:পর চট্টগ্রামের প্রবেশদ্বার মীরসরাই উপজেলা অতিক্রম করে চট্টগ্রামে সমাবেশে মিলিত কেন্দ্রীয় কর্মসূচি সার্থক করে তোলার নিমিত্তে মীরসরাই উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক প্রস্তুতি সভার খবর! দীর্ঘদিন যাবত মীরসরাই উপজেলা সদর এবং গুরুত্বপূর্ণ বারইয়ারহাট সহ কোথাও বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের মিছিল-সমাবেশ করতে না পারলে ও কিন্তু, মীরসরাই উপজেলা বিএনপি ৫ অক্টোবর মীরসরাইতে প্রোগ্রাম করবে। তা যদি করতে পারে তাতে মীরসরাই উপজেলা বিএনপি নিঃসন্দেহে সবার কাছ থেকে প্রশংসা কুড়িয়ে নিতে সক্ষম হবে। আর না পারলে যে কি হবে তা পরবর্তী সময়- ই বলে দিবে।
অবশ্য, মীরসরাই উপজেলার যে সব স্থানে ওই সব প্রস্তুতি সভাগুলো করা হচ্ছে বলে ফেইজবুকের মাধ্যমে যাহা জানা যাচ্ছে তাহা কিন্তু ঐক্যবদ্ধ মীরসরাই বিএনপির নয়! তাহা গ্রুপিং নেতাদের উপস্থিতি এবং তাদের নির্দশনায় তাদের অনুগতরা-ই করে যাচ্ছে বলে জানা গেছে। তবে, সাধারণ নেতা-কর্মী ও সমর্থক এমন কি সাধারণ কোনো মানুষ- ই তা চাইছেন না। তারা সবাই চাইতেছেন, ঐক্যবদ্ধ বিএনপির যে কোনো কর্মসূচি পালন। কিন্তু, গ্রুপিয় নেতারা দলের বর্তমান খারাপ সময়ের সময় ও! এমন কি দলের নেত্রী কে মৃত্যুশয্যায় ফেলে রেখে তাদের এহেন বিভাজন রাজনীতি তথা পৃথক থেকে দলীয় কর্মসূচি পালন এর হেতু কি তাও জানার বিষয় হয়ে দাড়িয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |