আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:৩৮
মনির হোসেন জীবন- রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী এবং জামায়াত কর্মী সন্ত্রাসী মোঃ রাসেল রনি ওরফে তালুকদার শামীম (৪০)কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামী মোঃ রাসেল রনি ওরফে তালুকদার শামীম চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার শাহ আলম তালুকদারের পুত্র। সে জামায়াত শিবিরের একজন সক্রিয় সদস্য বলে জানা গেছে।
আজ বেলা ১১ টায় র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপারসিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি চৌকস দল গতকাল শনিবার রাত ৯ টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে পাঁচ বছরের গ্রেফতারী পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামায়াত কর্মী তালিকাভুক্ত সন্ত্রাসী মোঃ রাসেল রনি ওরফে তালুকদার শামীমকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, বিগত ২০১৪ইং সালে চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস, জ্বালাও পোড়াও, গাড়িতে অগ্নিসংযোগ ঘটনাসমূহ গ্রেফতারকৃত আসামী তালুকদার শামীমের নেতৃত্বে সংঘটিত হয়। পরবর্তীতে ওই ঘটনায় ভুক্তভুগী রনি’র বিরুদ্ধে চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানায় পেনাল কোড আইনে মামলা দায়ের করেন।
শিহাব করিম জানান, আটককৃত আসামী মোঃ রাসেল রনি ওই মামলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়ে এক মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে পলাতক হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিজ্ঞ আদালত মামলাটির বিচারিক কার্যক্রম শেষে আসামী মোঃ রাসেল রনি ওরফে তালুকদার শামীমকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
র্যাবের এ কর্মকর্তা জানান, এছাড়াও আসামী রাসেল রনি ওরফে তালুকদার শামীমের বিরুদ্ধে চাদঁপুর জেলার হাজিগঞ্জ থানাসহ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামী রাসেল রনি রাজধানীর বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |