আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:২২
শফিকুল ইসলাম – দুর্নীতির মামলাসহ ৫টি মামলায় ৪৭ বছরের সাজাপ্রাপ্ত এবং ১২ বছর যাপত পলাতক আসামী লতিফ’কে রাজধানীর পল্টন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল সোমবার দুপুরে র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পল্টন এলাকায় একটি ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব জানিয়েছে, আটককৃত আসামীর নাম আব্দুল লতিফ ভূঁইয়া (৫৫)। কুমিল্লা জেলার
দেবিদ্বার থানার ধামতী গ্রামের মৃত আঃ লতিফ ভূঁইয়ার পুত্র।
আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে লক্ষীপুর জেলার লক্ষীপুর সদর থানা মামলায় দুর্নীতি প্রতিরোধ আইন, সিআর মামলা কুমিল্লা জেলার সিআর মামলা (এনআই এক্ট)সহ ৫টি মামলায় ৪৭ বছরের সাজাপ্রাপ্ত এবং ৪৫ লক্ষ ৬০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত আসামী সে।
র্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা দায়েরের পর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানায়।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |