আজ শুক্রবার | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৭ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১০:১৯
নজরুল ইসলাম মানিক, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) ২০২২-এর ব্যাচের ৭০ভাগ সিলেবাস কমিয়ে ৩০ভাগ করার দাবীতে ঢাকার আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় ঢাকা-আরিচা মহাসড়ক বন্ধ করে দেয় বিক্ষুব্দ শিক্ষার্থীরা। পরে পুলিশের আশ্বাসে প্রায় এক ঘন্টা পর তারা ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সড়ে গেলেও পুনরায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের সেনা অডিটোরিয়ামের সামনে মহাসড়কে বসে অবরোধ করে তারা।
বৃহস্পতিবার দুপুর একটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাস ষ্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ পালন করে তারা। বিক্ষোভে আমিন মডেল টাউন স্কুল এন্ড কলেজ, টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, আমিন ক্যাডেট একাডেমী, এম এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এবং মাতাব্বর মুজিব স্কুলের প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী বিক্ষোভে অংশগ্রহণ করে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, মহামারি করোনা ভাইরাসের কারণে এসএসসি ২০২২ এর ব্যাচের শিক্ষার্থীরা তেমন পড়াশোনা সুযোগ পায়নি। ইতিমধ্যেই তাদের সিলেবাসে ৩০ পারসেন্ট কমানো হয়েছে। যা অল্প সময়ে পড়াশোনা করে শেষ করা অসম্ভব। তাই সিলেবাসে ৭০ পারসেন্ট কমিয়ে ৩০ পারসেন্ট করার দাবীতে তারা মহাসড়ক বন্ধ করে দিয়ে মানব বন্ধন ও বিক্ষোভ করে। এসময় তারা ‘বিচার চাই, সুবিচার চাই, ৩০ পারসেন্ট সিলেবাস চাই, আমাদের দাবী একটাই, ৩০পারসেন্ট সিলেবাস চাই, আমাদের দাবী একটাই ৩ সাবজেক্টে পরীক্ষা চাই, আমরা রোবট নই, আমরাও মানুষ, পড়াশোনা চাপালেই হবে না’সহ নানান লেখা সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ-মিছিল করতে থাকে।
বিক্ষোভ চলাকানীন সময়ে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশ বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। এসময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে বিক্ষুব্দ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেয়। কিন্তু পরবর্তীতে তারা একটি মিছিল নিয়ে পুনরায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের সেনা অডিটোরিয়ামের সামনের সড়কে বসে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দিলে দুপুর আড়াইটার দিকে উভয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সাভার হাইওয়ে থানার ওসি মো: আতিকুর রহমান জানান, শিক্ষার্থীরা মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়। পরে মহাসড়কে যান চলাচলা স্বাভাবিক হয়।
Dhaka, Bangladesh শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:08 PM |
Asr | 3:13 PM |
Magrib | 5:34 PM |
Isha | 6:54 PM |