আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪৬
বিডি দিনকাল ডেস্ক : ৭৭ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের পাটনায় জরুরি অবতরণ করে শুক্রবার। সেখানে বিমানের প্রকৌশলীরা ত্রুটি মেরামতের পর পাটনার স্থানীয় সময় বিকাল ৪টায় তা আবার আকাশে ওড়ে। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস।
এতে বলা হয়, বোয়িং ৭৩৮ বিমানটি ঢাকা থেকে কাঠমান্ডু যাচ্ছিল। কিন্তু এতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে তার গতিপথ পরিবর্তন করে স্থানীয় সময় ১২টা এক মিনিটে পাটনায় জরুরি অবতরণ করে।
একথা বলেছেন পাটনা বিমানবন্দরের পরিচালক আঁচল প্রকাশ। ওই বিমানবন্দরের কর্মকর্তারা বলেছেন, ত্রুটি মেরামতের পর বিমানটি চার ঘন্টা পরে তার গন্তব্যের উদ্দেশে আবার আকাশে ওড়ে। তারা আরও বলেছেন, বাংলাদেশি বিমানটির বাম পাশের পাখায় কিছু সমস্যা দেখা দিয়েছিল। পরে এয়ার ইন্ডিয়ার প্রকৌশলীরা তা পর্যবেক্ষণ করে ত্রুটি মেরামত করেন।এ সময় বিমানের ভিতরে থাকা যাত্রীদেরকে বাইরে নামতে দেয়া হয়নি।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |