আজ শুক্রবার | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৭ই রজব, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৩৫
ডেস্কঃ- অকাস চুক্তি নিয়ে ফ্রান্সের ‘ক্ষুব্ধ’ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে শান্ত করার চেষ্টা করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ম্যাক্রনকে তিনি বলেছেন, সাবমেরিন চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র এক উদ্ভট (ক্লামজি) অবস্থায় ছিল। কিন্তু তাতে ম্যাক্রনের মনে, রাজনীতিতে- যে ক্ষত সৃষ্টি হয়েছে তা কতটুকু শুকিয়েছে পরিষ্কার বোঝা গেল না। অনলাইন বিবিসি জানাচ্ছে, ইতালির রাজধানী রোমে ফ্রান্সের ভ্যাটিকান দূতাবাসে দুই প্রেসিডেন্টের মধ্যে ওই চুক্তির পর প্রথমবারের মতো সাক্ষাতে এ কথা বলেছেন বাইডেন। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও বৃটেনের মধ্যে পারমাণবিক সাবমেরিন বিষয়ক অকাস চুক্তির পর থেকেই ফ্রান্স যেন ক্ষোভে ফেটে পড়ছে। এর যথেষ্ট কারণও আছে। ওই চুক্তির কারণে ফ্রান্সের সঙ্গে এর আগে করা ৩৭০০ কোটি ডলারের চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া। আকস্মিক প্রকাশ করা হয় অকাস চুক্তি এবং সঙ্গে সঙ্গে ফ্রান্সের সঙ্গে করা আগের ওই বিশাল অংকের চুক্তি বাতিল ঘোষণা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন ইমানুয়েল ম্যাক্রন, তার সরকার। প্রেসিডেন্ট জো বাইডেন কথা দিয়েছিলেন, তিনি ম্যাক্রনের সঙ্গে শিগগিরই সাক্ষাত করে তার ক্ষোভ প্রশমন করবেন। সেই কথা অনুযায়ী দুই নেতা রোমে মুখোমুখি বসেন। বাইডেনের জবাবে ম্যাক্রন সেখানে বলেছেন, ভবিষ্যতের দিকে তাকানো খুব গুরুত্বপূর্ণ ছিল।
এই সপ্তাহান্তে এবং আগামী সপ্তাহে স্কটল্যান্ডে হতে যাচ্ছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন- সিওপি২৬। তার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও অন্য বিশ্বনেতাদের মধ্যে ধারাবাহিক মিটিং হচ্ছে। এর অংশ হিসেবে মুখোমুখি আলোচনায় বসেন বাইডেন-ম্যাক্রন।
এই মিটিংয়ে জো বাইডেন বলেছেন, আমরা আসলে এক উদ্ভট পরিস্থিতিতে পড়েছিলাম। আমার ধারণা ছিল, এই চুক্তির বিষয়ে ফ্রান্সকে অনেক আগেই জানানো হয়েছিল যে, তাদের সঙ্গে করা অস্ট্রেলিয়ার চুক্তি আর সামনে এগুচ্ছে না।
উল্লেখ্য, অকাস চুক্তির অধীনে অস্ট্রেলিয়াকে দেয়া হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য প্রযুক্তি। এর অধীনে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরি করবে অস্ট্রেলিয়া। ফলে একে দেখা হচ্ছে কয়েক দশকের মধ্যে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় প্রতিরক্ষা বিষয়ক চুক্তি ও অংশীদারিত্ব। পাশাপাশি এই চুক্তিকে দেখা হচ্ছে চীনের প্রভাবকে কাউন্টার দেয়ার প্রচেষ্টা হিসেবে। কিন্তু ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে ১২টি সাবমেরিন সরবরাহ নেয়ার চুক্তি করে অস্ট্রেলিয়া। অকাস চুক্তির ফলে তা বাতিল করে দেয় তারা।
এ ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অকাস চুক্তিকে ‘পিছন থেকে ছুরি মারা’ বলে অভিহিত করেন। অস্থায়ী ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূতদের তলব করে ফ্রান্স। এ নিয়ে শুক্রবার জো বাইডেনের সঙ্গে মিটিংয়ের পর ইমানুয়েল ম্যাক্রন ইংরেজিতে সাংবাদিকদের বলেন, ‘ট্রুথ ইজ লাইক লাভ, ডিক্লেয়ারেশনস আর গুড, বাট প্রুফ ইজ বেটার’। দুই নেতা এ সময়ে অন্য ইস্যুতে কথা বলেছেন। তার মধ্যে আছে জলবায়ু পরিবর্তন, পশ্চিম আফ্রিকায় সন্ত্রাস বিরোধী কার্যক্রম এবং ইউরোপের প্রতিরক্ষা।
জো বাইডেন এদিন প্রথম বৈঠক করেন ভ্যাটিক্যানে। সেখানে তিনি জলবায়ু পরিবর্তন ও মহামারিতে নেতৃ স্থানীয় ভূমিকা নেয়ার প্রশংসা করেন পোপ ফ্রাঁসিসের। এই বৈঠক স্থায়ী হয় দেড় ঘন্টা। এ সময়ে বিশ্বের দরিদ্রদের বিষয়ে পরামর্শ, অনাহারে থাকা মানুষদের দুর্ভোগ ও নির্যাতনের বিরুদ্ধে পোপের অবস্থানের জন্য তাকে ধন্যবাদ জানান বাইডেন। তিনি এ সময় পোপ ফ্রাঁসিসকে একটি বিশেষ কয়েন বা মুদ্রা উপহার দেন। পোপকে বর্ণনা করেন ‘আমার দেখা এ যাবতকাল শান্তি প্রতিষ্ঠায় সবচেয়ে উল্লেখযোগ্য যোদ্ধা’ হিসেবে। কয়েনটির এক পাশে আছে দেলাওয়ার আর্মি ন্যাশনাল গার্ডের প্রতীক। সেনাদের এই ইউনিটে দায়িত্ব পালন করেছেন প্রেসিডেন্ট বাইডেনের প্রয়াত ছেলে বিউ বাইডেন।
পোপের সঙ্গে মিটিংয়ের পরে ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে বৈঠক করেন বাইডেন। এর আগে রেকর্ড করা এক বার্তায় পোপ ভবিষ্যত প্রজন্মের জন্য সিওপি২৬ সম্মেলনে অর্থপূর্ণ ও কংক্রিটের মতো দৃঢ় একটি চুক্তিতে পৌঁছাতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:08 PM |
Asr | 3:13 PM |
Magrib | 5:34 PM |
Isha | 6:53 PM |