আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:২৫
রাজধানীর বিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে অক্টোবর মাসে মোট ৭৮ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ১। মনিরুজ্জামান (৩৪), ২। মোঃ দুঃখু মিয়া (৩০), ৩। মোঃ জাহাঙ্গীর গাজী (৫৫), ৪।মোঃ আমিনুল ইসলাম (৩০), ৫। মোঃ রাকিব (২৩), ৬। মোঃ মহসিন (৪৬), ৭। মোঃ ইসমাইল হোসেন ওরফে কালু (৩৭), ৮। মোঃ সোহাগ (২৫), ৯। মোঃ আকাশ ইসলাম (২৬), ১০। মোঃ কাউসার (৩৩), ১১।মোঃ সহিদ (৪১), ১২। মোঃ তাজুল ইসলাম (৪২), ১৩। মোঃ ইকবাল হোসেন (৩০), ১৪।মোঃ রানা (২৩), ১৫। মোঃ শরীফ (২৯), ১৬। মোঃ মারুফ আকমল সজীব (১৮), ১৭। মোঃ হিরা(২১), ১৮। মোঃ আলফাজ হোসেন জনি (৩৯), ১৯। রুবেল(২৫), ২০। মোঃ লিটন(২০), ২১। মোঃ খোকন (৩৮), ২২। মোঃ মানিক (৪১), ২৩। মোঃ আমিনুর রহমান (৩২), ২৪। মোঃ মনি মিয়া (৩৫), ২৫। মোঃ শাহাদাত হোসেন(৩২), ২৬। মোঃখোকন (৩৮), ২৭। মোঃ মাসুদ শেখ(৩০), ২৮। মোঃ মনির(২১), ২৯। মোঃ শাহিন মিয়া (২৪), ৩০। মোঃ সেলিম ইসলাম (২২), ৩১। মোঃ রনি (২২), ৩২। মোঃ সজিব মন্ডল (২৯), ৩৩। মোহাম্মদ রাকিবুল ইসলাম (২২), ৩৪। মোঃ রাসেল (২৮), ৩৫। মোঃ রিফাত (১৮), ৩৬। মোঃ হাসান (২৯), ৩৭। জয়নাল উদ্দীন মিঠু (৪১), ৩৮। মোঃ জয় (২২), ৩৯। মোঃহৃদয়(২৫), ৪০। সুমন মিয়া(৩৮), ৪১। বাবু শেখ (৪৪), ৪২। মোঃ সোহেল ওরফে মুরগী সোহেল (২১), ৪৩। রাজা হোসেন বিশাল (১৯), ৪৪। মোঃ দুলু মিয়া (৩২), ৪৫। মোঃ সোহাগ মিয়া (২৭), ৪৬। মোঃ মুন্না(২৩), ৪৭। মোঃ ইমরান শেখ (২৩), ৪৮। ইখলাছ পালন (৩০), ৪৯। মোঃ রাকিব @ সোহেল (২৩), ৫০। মোঃ মমিন (৫৭), ৫১।মোঃ ইসমাইল হোসেন (১৮), ৫২।মোঃ ইসমাইল হোসেন (৩৪), ৫৩। মোঃ রফিকুল ইসলাম (৩৫), ৫৪।মো: নূর আলম (২৮), ৫৫। মোঃ রাজু আহমেদ ওরফে জাহিদ (৩১), ৫৬।অন্তর মিয়া (২১), ৫৭।গোলাম নবী (৩২), ৫৮।মোঃ কামরুল শরীফ (২১), ৫৯। মোঃ মারুফ সুমন (২১), ৬০।মোঃ কাউসার (২২), ৬১। মোঃ সাব্বির হোসেন (২২), ৬২।মোঃ জুয়েল (২২), ৬৩।মোঃ মিন্টু (৩৫), ৬৪।মোঃ আজিজুল হক (৩৬), ৬৫। মোঃ রাসেল ঢালী (২৭), ৬৬।মোরশেদ (২৬), ৬৭। মোঃ সাব্বির হোসেন (২৩), ৬৮।মোঃ সানোয়ার হোসেন (৪০), ৬৯। মোঃ স্বপন আলী (২৭), ৭০। মোঃ নাহিদ (২১), ৭১। মোঃ নুরুজ্জামান (৪৮), ৭২। মোঃ লাবু মিয়া (৩৯), ৭৩।আব্দুর রাজ্জাক (৪৩), ৭৪।আলী আকবর (৩২), ৭৫।মোঃহৃদয় মঞ্জিল (২১), ৭৬। মোঃসাকিব (২২), ৭৭। মোঃজয় (২২) ও ৭৮। মোঃসুমন ওরফে সুমন আলী ওরফে মনিরুজ্জামান সুমন সরদার (২১)।
বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, গত অক্টোবর ২০২৪ খ্রি. মাসে বিমানবন্দর গোলচত্বর এলাকাসহ থানাধীন বিভিন্ন এলাকায় পথচারী এবং বিদেশগামী যাত্রীদের মূল্যবান মালামাল ছিনতাইয়ের চেষ্টাকালে বিভিন্ন সময়ে তাদের গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ। ছিনতাই প্রতিরোধে গোলচত্বর এলাকাসহ থানাধীন বিভিন্ন জায়গায় বিমানবন্দর থানা পুলিশের বিশেষ টিম নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।
সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত প্রায় প্রত্যেকের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন।সূত্র:ডিএমপি
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |