আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:১৪
ঢাকা : অগ্নি নির্বাপণ ও উদ্ধার কাজে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ফায়ার সার্ভিসের ৪৪ জনকে রাষ্ট্রীয় পদক দেয়া হয়েছে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান তাদেরকে রাষ্ট্রীয় পদক পরিয়ে দেন।
এদের মধ্যে ১০ জনকে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদক, ১৫ জনকে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সেবা) পদক (নতুন), ১০ জনকে প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদক এবং ৯ জনকে প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সেবা) পদক (নতুন) দেয়া হয়।
প্রধান অতিথি মো. শহিদুজ্জামান তার বক্তব্যে পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দায়িত্ব পালনে তারা আরো মনোযোগী হবেন বলে আশা প্রকাশ করেন।
সকাল ১১-০০টায় প্রধান অতিথি সদর দপ্তরে এসে পৌঁছালে একদল চৌকস অগ্নিসেনা তাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর তিনি অগ্নি নির্বাপণ ও উদ্ধার কাজে বীরত্বপূর্ণ প্রদর্শনের স্বীকৃতি হিসেবে ৪৪ জনকে রাষ্ট্রীয় পদক পরিয়ে দেন। এরপর দুপুরে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে প্রদক প্রদান ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২০।
প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি; দুর্যোগ মোকাবিলায় আনবে গতি – এই প্রতিপাদ্য নিয়ে গত ১৯শে নভেম্বর থেকে দেশব্যাপী ফায়ার সপ্তাহ উদযাপিত হয়।
সমাপনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন। স্বাগত বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. হাবিবুর রহমান।
উল্লেখ্য, ফায়ার সার্ভিস সপ্তাহ ২০২০ পালনের মূল লক্ষ্য ছিল জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিসের কার্যক্রমে তাদেরকে সম্পৃক্ত করা।
এ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে তিন দিনব্যাপী সারা দেশে নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাগণ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথিকে অধিদপ্তরের পক্ষ থেকে শুভেচছা স্মারক তুলে দেয়া হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে শেষ হয় সমাপনী অনুষ্ঠান ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |