আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৫১
অতীতের ন্যায় ভবিষ্যতেও একসঙ্গে পথ চলতে ঐকমত্যে পৌঁছেছে বিএনপি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। শুক্রবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে বিএনপি’র লিয়াজোঁ কমিটির বৈঠকে দল দু’টির নেতারা এই ঐকমত্যে পৌঁছান। বৈঠকে বিএনপি’র পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, এলডিপি দীর্ঘদিন ধরে বিএনপি’র সঙ্গে জোটবদ্ধ হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। পরবর্তীতে যুগপৎ আন্দোলনেও বিএনপি’র সঙ্গে এলডিপি ছিল। ভবিষ্যতেও বিএনপি’র সঙ্গে থাকবে এলডিপি। বিএনপিও এলডিপির সঙ্গে থাকবে। ঐক্যবদ্ধভাবে তারা কাজ করবে বলে বৈঠকে আলোচনা হয়েছে।
বৈঠকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বলা হয়, ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এজন্য বিভিন্ন জনসম্পৃক্ত কর্মসূচি নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া বৈঠকে দ্রুততম সময়ে নির্বাচন দেয়ার বিষয়েও নেতারা আলোচনা করেন বলে জানা গেছে।
এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের নেতৃত্বে বৈঠকে দলের প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অধ্যক্ষ কেকিউ স্যাকলায়েন, ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:41 PM |