- প্রচ্ছদ
-
- সাহিত্য/গল্প-কবিতা
- অদৃশ্য হৃদয়ের প্রেমিক পুরুষ
অদৃশ্য হৃদয়ের প্রেমিক পুরুষ
প্রকাশ: ৩ নভেম্বর, ২০২০ ৬:০৩ অপরাহ্ণ
অদৃশ্য হৃদয়ের খোরাক তুমি
নীরব মনের চাওয়া
অদেখা এক অনুভূতি তুমি
রক্তক্ষরণ হওয়া।
হৃদয়ের খোরাক ভালোবাসা
দেহের খোরাক কথন
মনের খোরাক নিস্পাপ প্রেম
অঙ্গের খোরাক বসন।
তোমার সাথে প্রেম নিবেদন
সেতো শুধু বাহানা
দুজনের একান্ত সময় চলে
চাওয়া পাওয়া অজানা।
রাতের গভীরে খুঁজে আঁখি
কামনার আভ্রুতে
দ্বি প্রহরে উদাসী মন কাদে
না পাওয়া অশ্রুতে।
বেদনাগুলো এলোমেলো
ছেদে গভীর রাতে
না পাওয়ার কামনা জড়ায়
স্নিগ্ধ সুপ্রভাতে।
অল্পতে অভিভূত, স্বল্পতে বাহ্
সুক্ষ্মদর্শী ললনা,
নিতম্ব সুহাসিনী, কর্ণলতিকায়
জানে দারুণ ছলনা।
চেয়ে, ছুয়ে, চুইয়ে -চুইয়ে জল
গড়িয়ে মন ভেজাও
অসম্ভব পাওয়া কে হৃদয়েতে
স্পর্শতো জাগাও।
থমকে দাঁড়াতে বাধ্য যদিও
থেমেও কিইবা হয়!
তোমারি মিলনসুধা দেহপল্লবে
উল্লসিত রজনী রয়।।
Please follow and like us:
20 20