আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৪৯
নিজস্ব প্রতিনিধি ॥রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণের কর্মসূচি হিসেবে কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আব্দালপুর ইউনিয়নে পশ্চিম আব্দালপুর বাজার ও লক্ষীপুর বাজারে লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে দলীয় নেতাকর্মী ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পশ্চিম আব্দালপুর ও লক্ষীপুর বাজারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
লিফলেট বিতরণ কর্মসূচিতে অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সাথে উপস্থিত ছিলেন, আব্দালপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মহসিন আলী (মাষ্টার) আব্দালপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এমদাদ হোসেন, থানা বিএনপির যুগ্ম আহবায়ক লিয়াকত আলী, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা রোকন, কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রদল নেতা মামুন ও আব্দালপুর ইউনিয়নের প্রতি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।
গত ১৩ জুলাই ২০২৪ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ৩১ দফা প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেন। এতে দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার নিশ্চিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |