আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৩৫
বিডি দিনকাল ডেস্ক :- গত ১২ জানুয়ারী ২০২২ তারিখে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপিকা তাজমেরী ইসলামকে তাঁর বাসা থেকে মিথ্যা মামলায় গ্রেফতার করার পর গতকাল আদালত কর্তৃক তাঁকে কারাগারে নিক্ষেপের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারী ও শিশু অধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “আওয়ামী অবৈধ সরকার সকল ক্ষেত্রে নিজেদের সীমাহীন ব্যর্থতা আড়াল করতে এবং চিরকাল রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করার লক্ষ্যে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নিপীড়ণ-নির্যাতন চালাতে মরিয়া হয়ে উঠেছে। আর এক্ষেত্রে নারী নেত্রীদেরকেও কোন ধরণের ছাড় দেয়া হচ্ছে না। বর্তমান কর্তৃত্ববাদী সরকারের আমলে দেশে কোন মানুষেরই জানমালের নিরাপত্তা নেই। নারী ও শিশুদের ওপর চলছে নজীরবিহীন জুলুম-নির্যাতন। অধ্যাপিকা তাজমেরী ইসলাম বিশ^বিদ্যালয়ের একজন গুণী শিক্ষক, অথচ বিএনপি’র রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় তাঁকে গ্রেফতার ও কারাগারে নিক্ষেপ করা হয়েছে। তাঁর অপরাধ হলো তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে গভীরভাবে বিশ^াসী। আর এ কারণেই তিনি সরকারের চক্ষুশুলে পরিণত হয়েছেন, সরকারের রোষানলে পড়েছেন।
আমরা অবিলম্বে অধ্যাপিকা তাজমেরী ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং তাঁর নি:শর্ত মু্িক্তর জোর দাবি জানাচ্ছি।”প্রেস বিজ্ঞপ্তি
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |