আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৪২
বিডি দিনকাল ডেস্ক : সরকারের লুটপাটতন্ত্র এবং ভুল পলিসির কারণে দেশে আজ চরম সংকটাবস্থা বিরাজ করছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের নজীরবিহীন উর্ধ্বগতি, জ¦ালানী তেল, গ্যাস ও ওয়াসার পানির দাম দফায় দফায় বৃদ্ধি করে এক নৈরাজ্যকর এবং হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার কষাঘাতে জর্জরিত জনগণের নাভিশ^াস উঠে গেছে। তাতে আওয়ামী নেতাদের কিছুই যায় আসে না, এই অনির্বাচিত আওয়ামী লীগ সরকারের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই, বলেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি আরও বলেন, দেশের এ অবস্থায় সাধারণ মানুষের বাঁচার কোন রাস্তা নেই, এ সংকট থেকে মুক্তির একমাত্র উপায় হলো-এই ফ্যাসিষ্ট, লুটেরা, অনির্বাচিত সরকারকে অবিলম্বে ক্ষমতার মসনদ থেকে টেনে হিঁচড়ে নামানো। এমন সরকার প্রতিষ্ঠা করা যাতে করে জনগণের কথা বলার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করা যায়।
আজ ৯ আগষ্ট ২০২২, মঙ্গলবার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাংগঠনিক টীম-৮ এর প্রধান হারুন উর রশীদ হারুনের সভাপতিত্বে সাবেক এমপি আলহাজ¦ সালাহউদ্দিন আহমেদ এর শ্যামপুরস্থ বাসভবনে কদমতলী থানাধীন ৫৩, ৫৮, ৫৯ ও ৬০ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপি’র বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ¦ সালাহউদ্দিন আহমেদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নগর বিএনপি’র সদস্য সচিব রািফকুল আলম মজনু, যুগ্ম আহবায়ক আ ন ম সাইফুল ইসলাম, তানভীর আহমেদ রবিন, সাবেক সহ-সভাপতি মীর হোসেন মীরু, মহানগর সদস্য ফরহাদ হোসেন, আকবর হোসেন ভূঁইয়া নান্টু, জুম্মন মিয়া, আব্দুল হাই পল্লব, এড. মহিউদ্দিন চৌধুরী সহ মহানগর ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি সালাহউদ্দিন আহমেদ সকল ভেদাভেদ ভুলে ঢাকার সকল পর্যায়ের নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্য গড়ার আহবান জানিয়ে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যের কোন বিকল্প নেই।
প্রধান বক্তা রফিকুল আলম মজনু বলেন, আমরা মায়ের মুক্তি, মাতৃভূমির সার্বভৌমত্ব এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় রাজপথে আছি, বিজয় ছিনিয়ে নিয়েই আমরা ঘরে ফিরে যাবো।
এর আগে সকালে দোলাইপাড়স্থ গ্রীণ হাউজ কমিউনিটি সেন্টারে শ্যামপুর থানাধীন ৪৭, ৫১ ও ৫৮ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়। নগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাংগঠনিক টীম-৮ এর প্রধান হারুন উর রশীদ হারুনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন-ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। প্রধান বক্তা ছিলেন-সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুগ্ম আহবায়ক আ ন ম সাইফুল ইসলাম, তানভীর আহমেদ রবিন, সদস্য ফরহাদ হোসেন, আকবর হোসে ভূঁইয়া নান্টু, জুম্মন মিয়া, আব্দুল হাই পল্লব, এড. মহিউদ্দিন চৌধুরী প্রমূখ।
সম্মেলন শেষে শ্যামপুর থানাধীন ৪৭, ৫১ ও ৫৪ নং ওয়ার্ড এবং কদমতলী থানাধীন ৫৮ ও ৫৯ নং ওয়ার্ড বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে নির্বাচিত নেতৃবৃন্দ হলেন-
শ্যামপুর থানা:৪৭ নং ওয়ার্ড-সভাপতি, মোঃ নুরুল ইসলাম
সাধারণ সম্পাদক-মোঃ রাসেল উদ্দীন মামুন
৫১ নং ওয়ার্ড-সভাপতি, ইমতিয়াজ আহমেদ টিপু
সাধারণ সম্পাদক-মোঃ আলী মান্নান
৫৪ নং ওয়ার্ড-সভাপতি, জামান আহমেদ পিন্টু
সাধারণ সম্পাদক-শুভ সিকদার
কদমতলী থানা:৫৮ নং ওয়ার্ড-সভাপতি, সেলিম রেজা
সাধারণ সম্পাদক-মোকতার হোসেন
৫৯ নং ওয়ার্ড-সভাপতি, খোরশেদ আলম খোকন
সাধারণ সম্পাদক-মাহবুব আলম কাজল
লালবাগ থানা:২৩ নং ওয়ার্ড-সভাপতি, আমিনুল ইসলাম আমিন
সাধারণ সম্পাদক-জাহাঙ্গীর আলম শ্যামল
২৪ নং ওয়ার্ড-সভাপতি, ফরিদ উদ্দিন রানা
সাধারণ সম্পাদক-শহিদুল ইসলাম
২৫ নং ওয়ার্ড-সভাপতি, হাফেজ মোঃ এনায়েত উল্লাহ খোকন
সাধারণ সম্পাদক-তাসাদ্দেক হোসেন বাবলু
২৬ নং ওয়ার্ড-সভাপতি, গোলাম সারোয়ার শামীম
সাধারণ সম্পাদক-বদিউল আলম সুইট
এক বিবৃতিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মুগদা থানা এলাকায় একটি রাজনৈতিক কর্মসূচি পালনকালে মান্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আলমাস হোসেন, ৭১ নং ওয়ার্ড বিএনপি নেতা খোরশেদ আলম, খলিলুর রহমান, মোঃ কামাল হোসেন, শাওনুর রহমান জনি, মোঃ আলী হোসেন সহ ১৪ জন নেতকর্মীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির জোর দাবী জানান।
সাইদুর রহমান মিন্টু(সদস্য ও দপ্তরের চলতি দায়িত্ব)ঢাকা মহানগর বিএনপি-দক্ষিণ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |