আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:০৬
নিজস্ব প্রতিবেদক – খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দূরে রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র কাপ ২০২১। ক্রিকেট ও ফুটবল ইভেন্টে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ডের ৫৪টি দল অংশ নিয়েছিলো এই মেয়র কাপ। এরই ধারাবাহিকতায় উক্ত “মেয়র কাপে” সম্পুর্ন নিয়ম বহির্ভুত কর্মকান্ডে ভালো ভালো দলকে বাদ দেয়ার অভিযোগ উঠেছে। সূত্র ধরে-দেখা যায়-টুনামেন্টে ফুটবল”র নিয়মনীতি “র ৮ এর ধারায় স্পষ্ট লিখা রয়েছে যে- ৮.এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী এক ওয়ার্ডের ফুটবলার অন্য ওয়ার্ডের ফুটবল দলের হয়ে অংশগ্রহণ করতে পারবে না এবং এর ব্যতিক্রম ঘটলে খেলোয়াড়টি অবৈধ হিসেবে বিবেচিত হবে’ শুধুমাত্র নিজ নিজ ওয়ার্ডের খেলোয়ার এই টুর্নামেন্টের আওতাভুক্ত। যদি কোন খেলোয়ার অবৈধ হিসেবে বিবেচিত হয় তাহলে সে কোন খেলায় অংশগ্রহণ করতে পারবে না। আর ইহা যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে প্রতিপক্ষ দলকে ২-০ গোলে বিজয়ী ঘোষনা করা হবে। ঠিক এই নিয়মের ব্যাক্তয় ঘটেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ডের সাথে,০৬ নং ওয়ার্ডের দলে খেলানো হয়েছে-উক্ত “মেয়র কাপে”অবৈধ দল হিসেবে ঘোষণা করার দুই জন খেলোয়াড়, তারা হলেন পাপন সিংহ ও আরিফ আহমেদ। খেলার শুরুতে বাদ পরা ১৮ নং ওয়ার্ডের দুই খেলোয়াড় নতুন টিমে খেলেছে যার প্রমান ৫২ নং ওয়ার্ডের টিম ম্যানেজার” রাইসুল ইসলাম লিটনের কাছে রয়েছে। এরই ধারাবাহিকতায় উক্ত ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ আহমেদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র-আতিকুল ইসলাম এর কাছে একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দলের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার কথা থাকলেও কোন সুরাহা না করে কয়েকটি খেলা ইতিমধ্যে পরিচালিত হয়েছে। এ বিষয়ে ৫২ নং দলের টিম ম্যানেজার -লিটন বলেন-মাদক থেকে দূরে রাখতে ৮ জন নিজ ওয়ার্ড এবং ৩ জন ওয়ার্ড এর বাহিরের খেলোয়াড় নিয়ে খেলার নিয়ম রয়েছে কিন্তু ঢাকা উত্তর মেয়র আতিকুল ইসলাম এই মহৎ উদ্দেশ্যে খেলা শুরু করলেও বাস্তবতা এর উল্টো। বেশিরভাগ টিমেই ১১ জনই বহিরাগত এমনকি কেউ কেউ ফরেন খেলোয়াড় খেলিয়েছেন। পরবর্তী তে অন্যান্ন কাউন্সিলর দের অভিযোগে ঐ দল ১৮ নং ওয়ার্ড বহিষ্কার হয়েছে। নিয়মে রয়েছে এক ওয়ার্ডে খেলোয়ার অন্য কোন ওয়ার্ডে কোন ভাবেই খেলতে পারবে না এবং প্রমাণিত হলে অপর দলকে ২-০ গোলে জয়ী ঘোষনা করা হবে। কিন্তু অপরাধে প্রমাণিত ১৮ নং ওয়ার্ড এর খেলোয়াড় পাপন শিং ও আরিফ ৬ নং ওয়ার্ড এর হয়ে ৫২ নং ওয়ার্ড এর বিরুদ্ধে অবৈধ ভাবে খেলার প্রমাণ মিলেছে।আমাদের ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ এই বিষয়ে লিখিত আবেদন করা সত্যেও ব্যাবস্থা নেওয়ার কথা বলে কোন প্রকার ব্যাবস্থা না নিয়ে ঐ দোষী প্রমানিত টিমকে অব্বাহত রেখে খেলা পরিচালনা করেন যা সম্পুর্ন ভাবে অবৈধ। আমি এর সুষ্ঠ বিচার চাই এবং যেহেতু একই খেলোয়াড় দিয়ে আমাদের বিপক্ষে খেলিয়েছে আমাদের কে বিজয়ী ঘোষণা করা হোক তা না হলে এর সুষ্ঠ তদন্ত করা পর্যন্ত সকল খেলা স্থগিত করা হোক। উল্লেখ্য যে-উক্ত ক্রিকেট ইভেন্টের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |