আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৫৬
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ৩৭ ওভারে ১১৬ রানেই অল আউট করেছে বাংলাদেশ। ফাইনালে উঠতে যুবা টাইগারদের লক্ষ্য ১১৭ রান।
দুবাইয়ে টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। প্রথম ওভারেই দলীয় ২ রানে পাক ওপেনার উসমান খানকে ব্যক্তিগত শূন্য রানে ফেরায় মারুফ মৃধা। নিজের দ্বিতীয় ওভারে আরেক ওপেনার শাইজাইব খানকেও ব্যক্তিগত শূন্য রানে ফেরান এই পেসার। অধিনায়ক সাদ বাইগ ও মোহাম্মদ রিয়াজুল্লাহ মাঝে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে দুইজনকেই আউট করেন আরেক টাইগার পেসার ইকবাল হোসেন। দলীয় ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে দিশহারা হয়ে পরে পাকিস্তানের যুবারা। দলের হয়ে ফারহান ইউসুফ সর্বোচ্চ ৩২ রান করেন। এছাড়া আর কোনো ব্যাটার পাত্তা পায় নি বাংলাদেশের বোলারদের সামনে। টাইগার পেসার ইকবাল হোসেন ২৪ রান খরচ করে শিকার করেন ৪ উইকেট। আরেক পেসার মারুফ মৃধা ২৩ রান দিয়ে নেন দুইটি উইকেট।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |