আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:১৩
জয়পুরহাট প্রতিনিধি:-জয়পুরহাট সদর উপজেলার সীমান্ত ঘেষা গ্রাম কল্যানপুরে প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অ়ভিযোগে আরিফুর রহমান (৩১) নামে এক বিজিবি সদস্যকে আটক করে এলাকাবাসী। পরে বেশ কিছু বিজিবি সদস্যরা গ্রামবাসীর বাধা উপেক্ষা করে আটক বিজিবি সদস্যকে উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় পতœীতলা বিজিবির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার জয়পুরহাট সদর উপজেলার সীমান্ত ঘেঁষা কল্যানপুর গ্রামে প্রবাসী হাসানের বাড়িতে তাঁর স্ত্রী নার্গিস বেগমের (২২) সাথে অনৈতিক সম্পর্কের অ়ভিযোগে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ৬বিজিবির সদস্য আরিফুর রহমানকে এলাকাবাসী আটক করে। পরে সন্ধ্যার দিকে পতœীতলা ১৪ বিজিবির অধীন কড়িয়া ও ভুটিয়াপাড়া বিওপির বিজিবি সদস্যরা গ্রামবাসীর বাধা উপেক্ষা করে আটক বিজিবি সদস্যকে তুলে নিয়ে যায়। এসময় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে।
আটক চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ৬ বিজিবি সদস্য আরিফুর রহমান পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ফুলঝুড়ি গ্রামের মোস্তফার ছেলে।
পতœীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হামিদ উদ্দিন, পিএসসি, বলেন, আটক বিজিবি সদস্য আরিফুর রহমান ইতোপূর্বে কড়িয়া ১৪ বিওপিতে কর্মরত ছিল। এসময় কল্যানপুর গ্রামের প্রবাসী হাসানের স্ত্রীর সাথে সম্পর্ক গড়ে উঠে। বর্তমানে ওই বিজিবি সদস্য চুয়াডাঙ্গা ৬ বিজিবিতে কর্মরত। সেখান সে কল্যানপুর গ্রামে ওই প্রবাসীর বাড়িতে আসলে স্থানীয় লোকজন আটক করে রাখে। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |