- প্রচ্ছদ
-
- সাহিত্য/গল্প-কবিতা
- অপলক দৃষ্টিতে (নীলের প্রেমিক)
অপলক দৃষ্টিতে (নীলের প্রেমিক)
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২০ ৩:২৮ অপরাহ্ণ
প্রথম দেখা অবাক দৃষ্টিতে
স্তব্ধ ছিলাম যখন,
বলি বলি ভাবনার হেয়ালীপনায়
প্রেম নিবেদন করলো অন্যজন!!
কী এক দ্বিধা ভর ছিল মোর
হূদয় চূর্ণবিচূর্ণ হলো,
মুখের শব্দে ভালোবাসি কথাটি
হাওয়ায় কেনো যে হারালো??
মুখ ফুটেনি সেদিন, বুক ফেটেছে
‘ভালোবাসি’ কথাখানি হয়নি আজো তাই বলা,
পূর্ণতা পায়নি অন্তরের আহ্বানটুকু
হাতে হাত কাধে কাধ রেখে হয়নি দুজনার চলা!!
অবাক চোখেই দেখেছিনু তব মুখ
লজ্জায় ছিল বুঝি আধো আধো ঢাকা?
দূর থেকে দূরে, সুর- বেসুরে শুনা হয়নি কিছুই
পাশে বসা, ছুয়ে দেখা, স্মৃতি হয়নি তা রাখা!!
অপলক দৃষ্টিতে তাকিয়েও কেনো যে—
পাওয়া হলোনা আপন করে একান্তে?
মাধুরী মেশানো ভালোবাসাটুকু বুঝি
পথ খুজে প্রেমময় কোনো পাতা ঝরা হেমন্তে!!
Please follow and like us:
20 20