আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:১৭
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া(ঢাকা) প্রতিনিধিঃ আশুলিয়ার সীমান্তবর্তী এলাকা কাশিমপুর থেকে অপহৃত স্কুল ছাত্রীকে (১৫) বরিশাল হতে উদ্ধার করেছেন থানা পুলিশ। সেই সাথে অপহরণ কান্ডের মূলহোতা মেহেদী পালোয়ানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে । মঙ্গলবার দুপুরে কাশিমপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাইফুর রহমান মুন্সীর কাছ থেকে এবিষয়ে নিশ্চিত হওয়া যায়।
এ বিষয়ে পুলিশ জানান, স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এরপরে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান সণাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে বরিশাল এয়ারপোর্ট এলাকা থেকে অপহৃতকে উদ্ধার করে তার অভিভাবকের জিম্মায় বাড়ি পাঠানো হয়েছে। সেই সাথে অপহরণকারী মেহেদী পালোয়ানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি । গ্রফতারকৃত মেহেদী পালোয়ান ঢাকা জেলাধীন আশুলিয়া থানার তাজপুর গ্রামের মোঃ সাত্তার পালোয়ানের ছেলে ।
অভিযুক্ত মেহেদী পালোয়ানের মামা শ্বশুর বলেন, মেহেদী ছেলে হিসেবে খুবই খারাপ। নিয়মিত গাঁজা, মদ ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন করতো এবং বিভিন্ন অপকর্মে জড়িত ছিলো। তার কাছে আমার ভাগ্নী যুথীকে বিয়ে দেওয়ার পরে এসব বিষয় জানতে পারি। তাকে বহুবার নেশা থেকে ফেরানোর চেষ্টা করেও ব্যার্থ হয়েছি। নেশাখোরের কাছে ভালো কিছু আশা করা যায় না।
এলাকাবাসী জানায়, মেহেদী প্রতিদিন নেশা করে এলাকায় মাতলামি করে বেড়ায়। তার ঘরে বউ আছে অথচ সে আবার অন্য একটা মেয়েকে অপহরণ করেছে। ও ভালো ছেলে হলে এভাবে এলাকার মান ক্ষুন্ন করতে পারতো না।
উল্লেখ্যঃ ৩১শে জানুয়ারী সন্ধ্যায় কাশিমপুর থানার বারেন্ডা এলাকার মেরী গোল্ড স্কুলের নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে (১৫) আশুলিয়ার তাজপুর এলাকার মোঃ সাত্তার পালোয়ানের ছেলে মোঃ মেহেদী পালোয়ান অপহরণ করে। পরে অপহৃত স্কুল ছাত্রীর পিতা আবুল হোসেন মৃধা বাদী হয়ে কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |