আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১:২৪
রাজলক্ষ্মী মৌসুমী:-
>> পৃথিবী তুমি কত উদার।
>> তোমার এতো ঐশ্বর্য এতো অনাবিল আনন্দ শুধুই আমাদের জন্য সাজিয়ে রেখেছো পৃথিবী প”রে।
>> তোমার কোন অহংকার নেই।
>> তোমার সন্তান আমরা অথচ দেখো— আমরা উজার করে কোন মানুষকে সাহায্য করতে পারিনা।
>> কত কুটিলতা আমাদের মাঝে।
>> যুগ যুগ ধরে তুমি আলো – আঁধার, দিন – রাত, চন্দ্র সূর্যের কত কাজ তুমি করেই যাচ্ছো।
>> আমরা হিংসা- বিদ্বেষ , কলুষতা নিয়ে আয়েশ করে আছি।
>> তোমার নৈসর্গিক রূপ উপভোগ করে এলাম।
>> খুব সুন্দর তুমি, সুন্দর থেকে আরো সুন্দর, তুমি অপরূপা।
>> তোমার তুলনা তুমিই।
>> সমুদ্র সৈকতের অশান্ত ঢেউ আমাদের কানে কানে বলে দেয় এবার তোমরা আমার বুকে সমস্ত দুঃখ – কষ্ট আমার ঢেউয়ের মাঝে ভাসিয়ে দিয়ে যাও। তাইতো—–
>> তোমার কাছে আসলে আমরা সব ভুলে যাই।
>> হারিয়ে যাই স্বর্গীয় সুখ পাওয়ার তরে।
>> পরম তৃপ্তির স্বাদ নিয়ে এলাম।
>> এ সুখ শান্তি সঞ্চয় করে রাখবো সারাজীবন।
>> এতো ব্যস্ততা, এতো কর্মময় জীবন ,
>> স্যুইডেন তোমায় কুর্ণিশ জানাই
>> বিদায় স্যুইডিস বন্ধুরা।
>> আবার আসবো তোমাদের মাটিতে এ আশা নিয়ে
>> বিদায় বিদায়।
>>
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |