আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৪৩
বিডি দিনকাল ডেস্ক: – ছাত্রলীগের দুই নেতাকে মারধর করার ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের এডিসি হারুন অর রশিদকে। আজ বিকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। প্রেসিডেন্টের আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান। প্রজ্ঞাপনে বলা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি পুলিশ সদরদপ্তরে সংযুক্ত থাকবেন।
এর আগে বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এডিসি হারুনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা জানান।
শনিবার রাতে শাহবাগ থানায় ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে নির্মমভাবে পিটিয়ে আহত করেন এডিসি হারুন ও কয়েকজন পুলিশ সদস্য। এ ঘটনার জেরে রোববার তাকে প্রথমে পিওএম ও পরে এপিবিএনে বদলি করা হয়।
অন্যদিকে আজ দুপুরেই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদপ্তরে গিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। সোমবার দুপুর ১২টা ১০ মিনিটে ডিএমপির সদরদপ্তরে যান সাদ্দাম। এ সময় তার সঙ্গে ছাত্রলীগের আরেক নেতা ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনা ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করেন ছাত্রলীগ সভাপতি। বৈঠকটি পূর্ব নির্ধারিত বলে জানা গেছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |