আজ রবিবার | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৫ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৬:২৭
আজমীর হোসেন তালকুদার, ঝালকাঠি: অবশেষে ঝালকাঠির বহুঅপকর্মের হোতা শাজাহান হাওলাদার ওরফে মামুন ও তার সহযোগী ঢাকার মোঃ মাহাতাব (৫৫)সহ তাদের গ্যাংয়ের অজ্ঞাত আরো ২/৩জন দস্যুর বিরুদ্ধে মামলা (নং- ১৪/১৮০ তারিখ: ২৩.০৯.২০২০ইং রাত সাড়ে ৭টায়) দায়ের করা হয়েছে। মামলায় গত ২০ সেপ্টেম্বর দুপুর আনু: দেড়টায় শহরের পূর্ব বিকনা গ্যাং লিডার শাজাহান ও তার দলবল পল্লী নিবাস নামক বাংলো বাড়ীতে জিম্মি করে নগদ সাড়ে ৭লাখ টাকা লুন্ঠন ও মারপিট করিয়া বাদীর ব্যাংক হিসাবের পাতায় ৪০লাখ লিখিয়ে জোরপূর্বক স্বাক্ষর নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পঞ্চগড় জেলার তেতুলীয়া উপজেলার দেবনগরের কালিয়ামনি গ্রামের পাথর ব্যবসায়ী অব: সেনাসার্জন মোঃ শেখ ফরিদ বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলাটি দায়ের করেছে।
মামলার বিবরনে উল্লেখ করা হয়েছে, পঞ্চগড়ের ব্যবসায়ী অব: সেনাসার্জন মোঃ শেখ ফরিদ একজন পাইকারী পাথর ব্যবসায়ী হিসাবে ঢাকার মোঃ মাহাতাবের সাথে পরিচয় ও পাথর কেনা বেচার অর্ডার পেয়ে থাকেন। উক্ত মাহাতাব ঝালকাঠির শাজাহান হাওলাদার ওরফে মামুন একজন বড় ব্যবসায়ী ও তার পাথর লাগবে জানিয়ে বাদি শেখ ফরিদ ও তার শ্যালককে গত ১৯ সেপ্টেম্বর বরিশাল নিয়ে আসে। পরের দিন সকাল সাড়ে ১০টায় বাদীর ব্যবসায়ীক প্রয়োজনে বরিশাল উত্তারা ব্যাংক থেকে সাড়ে ৭লাখ টাকা তুললে আসামী মাহাতাব জরুরী ভাবে শাহজাহানের সাথে কথা না বললে সে এলাকার বাইরে চলে যাবে বলে তারাহুরা করে। সে সরল বিশ্বাসে উক্ত টাকা ও চেকবই ব্যাগে নিয়ে মাহাতাবের প্রাইভেট কারে উঠলে ঝালকাঠি শহরের পূর্ব বিকনা শাহজাহানের পল্লী নিবাসে নামক বাংলো বাড়ীতে নিয়ে আসে। এসময় শেখ ফরিদ তার শ্যালককে বাংলোর বাইরে দাড় করিয়ে রেখে আসামী মাহাতাব ও শাহজাহানের সাথে বাংলোর ভিতরে একটি রুমের ডুকে কথা বলার সময় অজ্ঞাত দুই যুবক সেখানে ডুকেই তাকে দু’পাশ দিয়ে ধরে ফেলে এবং আসামী শাহজাহান তার ব্যাগে রক্ষিত সাড়ে ৭লাখ টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে আসামীরা তার পঞ্চগড় উত্তরা ব্যাংক শাখার চেক বইয়ের একটি পাতায় ৪০লাখ টাকা লিখে স্বাক্ষর দিতে বলায় সে অস্বীকার করলে শাহজাহান তাকে মারধর শুরু করে এবং সকল আসামীরা মিলে তাকে খুন করার হুমকি দিয়ে জোর পূর্বক স্বাক্ষর নেয়। এসময় তার সাথে থাকা শ্যালক নুর ইসলাম বাইরে দাড়িয়ে ঘটনা দেখলেও আসামীদের সহযোগীদের ভয়ে কোন কথা বলতে পারেনি বলে জানায়।
এ বিষয়ে বাদী ব্যবসায়ী অব: সেনা সার্জন মোঃ শেখ ফরিদ জানায়, ঘটনার পর আসামী মাহাতাব ও শাহজাহানের সহযোগী কয়েকজন তাদের দুজন একটি প্রাইভেটকারে তুলে বরিশাল লঞ্চঘাটের সামনে নিয়ে সেই মূহূর্তে বরিশাল ত্যাগের হুমকি দিয়ে দ্রæতো গাড়ী চালিয়ে সরে যায়। এরপর সেদিন রাতে আনু:সাড়ে ৯টায় ঝালকাঠি থানায় এসে ওসি খলিলুর হমানের কাছে ঘটনার বিস্তারিত অবহিত করলেও নানাকারন দেখিয়ে ও তালবাহান করে সময়ক্ষেপন করেন। পরবর্তীতে উর্ধতন মহলের হস্তক্ষেপে এজাহার রেকর্ড হলেও মামলা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের ব্যাপারে তিনি কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
Dhaka, Bangladesh রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:04 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:26 PM |
Isha | 6:46 PM |