আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১:২৪
কামরুল হাসান বাবলু :- ৩০ বছর বিদেশ কর্মজীবন । তাও আবার স্বপ্নের দেশ সুইজারল্যান্ড । সুযোগ পেলে এতো সুন্দর দেশ টিতে কে না থাকতে চায় বৈধ ভাবে । কিন্তু সকল সুযোগ সুবিধাকে দূরে ঠেলে দিয়ে পরিবারের ভালোবাসায় ,এলাকার মানুষের ভালোবাসায় ,প্রিয়বন্ধুদের মায়ায় দেশের মাটিতে সব সময়ের জন্য “পা ” রাখলেন মালিবাগ সোসাইটির সাধারণ সম্পাদক ,সস্কৃতি ব্যক্তিত্ব , তরুণ সমাজসেবক মনিরুল হক মনির ।
মালিবাগের মনির দেশে আসছে এমন খবর ছিল সকলের মুখে মুখে এবং সোশ্যাল মিডিয়ায় হলো ভাইরাল । প্রিয় বন্ধু এবং সোসাইটির পক্ষথেকে মনিরের আগমন বার্তা হিসেবে পুরো এলাকায় পোস্টার আর পোস্টারে ছড়িয়ে দেয়া হলো । প্রতীক্ষার যেন শেষ নেই ।কবে আসছে মনির । কি ভাবে মনিরকে বরন করে নেবে এলাকার মানুষ এবং বন্ধুবর্গ ।
অবশেষে মনির গত ৭ জুন বৃহস্পতির দেশের মাটিতে পা রাখলেন । পরিবারের সদস্যরা ঢাকা আন্তর্জাতিক বিমানববদর থেকে মনিরকে বরণ করে নিয়ে আসেন ।মনির সুস্থ আছেন ,মানুসিক ভাবেও সে ঠিক আছে ,ভেঙে পড়েন নাই । এখন থেকে সার্বক্ষণিক পরিবারের সাথে থাকবেন এই অনুভূতিতে মুনির ছিলো মহা খুশি ।
মনিরের বাংলদেশে আসার খবরে তাৎক্ষণিক সোসাইটির কর্তাব্যক্তিরা ও বন্দুরা তাৎক্ষনিক নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্দান্ত নিয়ে নিলেন শুক্রবার বাদ জুমা মনিরকে সংবর্দনা জানাবেন যদি সব কিছু ঠিক থাকে।মালিবাগের সুইস হাউজে মনিরকে ফুলেল শুভেচ্ছা জানান প্রিয় বন্দু ও সোসাইটির সভাপতি মো:আলম ।এই সময় উপস্থিত সকলের মাঝে আনন্দের বন্যা বয়ে যায় ।
এদিকে ফুলেল শুভেচ্ছা গ্রহণের পর পরেই মনির তার চিরাচরিত্র ভাবে এক সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে সকলকে অগ্রিম ঈদুল আয্হার শুভেচ্ছা জানিয়ে বলেছেন,আল্লাহর রহমতে সকলের দোয়ায় আজ আমি আমার প্রবাশ জীবনের ৩০ বছরের চাকরির ইতি টেনে নাড়ীর টানে দেশে আসতে পেরেছি ।এটি আমার কাছে এক বিরাট বড়ো বিষয় । শুকুর আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার ,প্রিয় বন্ধুবৰ্গদের কাছে পেয়ে ।মনির আরো বলেছেন ,শত ব্যস্ততার মাঝেও সকলকে সাথে নিয়ে এই মালিবাগ সোসাইটির জন্য তিনি নিরলস ভাবে কাজ করে যাবেন ।রাজনীতির কোনো ছোঁয়া থাকবেনা । সকলের সম্মলিত প্রয়াসে মালিবাগ সোসাইটিকে এমন এক স্থানে নিয়ে যাবো যা ঢাকা মহানগরীতে একটি রোলমডেল হয়ে থাকবে । এই সময় উপস্থিত সকলে মনিরের সুস্থতায় সাফল্য কামনা করেন ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |