আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫৮
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধিঃ-জয়পুরহাটের পাঁচবিবির থেকে অবৈধভাবে ডেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে খোকন হোসেন বালু উত্তোলন করে আসছিল। এমন খবর পেয়ে উপজেলা প্রশাসন ছোট্ট যমুনা নদীর বাগুয়ান ঘাট থেকে তিনটি বালু ভর্তি মেসি ট্রাক্টরসহ আঃ ওহাব আকন্দ (৩০) নামে এক মেসি ড্রাইভারকে আটক করে। আজ দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বরমান হোসেন এসময় ১ লক্ষ টাকা জরিমানা আদায় করে মেসি ট্রাক্টর ও ওই ড্রাইভারকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, অভিযান পরিচালনার সময় অবৈধ উত্তোলনকারীর মূলহোতা প্রভাবশালী খোকনকে খুঁজে পাওয়া যায়নি ভ্রাম্যমান আদালত। তবে প্রায় ২০ বছর থেকে প্রতিনিয়ত স্থানীয় প্রশাসন ও প্রভাবশালীদের মেনেজ করে অবৈধভাবে ডেজার মেশিন দিয়ে শত শত গাড়ী বালু তুলে বিক্রী করে প্রভাবশালী বালু ব্যবসায়ী হয়ে যান খোকন। সে সবসময় ধরা ছোয়ার বাহিরে থেকে যান।
এ ব্যাপারে অবৈধ বালু উত্তোলনকারী ও ব্যবসায়ী খোকন হোসেনের সাথে যোগাযোগ করলে, সে জানায় তিনি বৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করেন। তার বক্তব্য নিতে চাইলে ফোন কেটে দেন। বারবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি দেখা করে নি।
এদিকে, দেশ রূপান্তরকে বাগুয়ান ঘাটের কোন ইজারা নেই জানিয়ে, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বরমান হোসেন বলেন, ছোট্ট যমুনা নদীর বাগুয়ান ঘাট এলাকা থেকে অবৈধভাবে ডেজার দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করা হচ্ছিল, এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সে সময় সবাই পালিয়ে যায় শুধু এক মেসি ড্রাইভার সহ তিনটি বালু ভর্তি মেসি ট্রাক্টর আটক করা হয়েছিল। জনবল সংকট থাকায় নদী মাঝ থেকে বালু উত্তোলন মেশিনসহ অন্যান্য সরঞ্জামগুলো উদ্ধার করা সম্ভব হয়নি, তাদেরকে নিজ দায়িত্বে মেশিনসহ অন্যান্য সরঞ্জামগুলো তুলে নিয়ে যাওয়ার নিদের্শ হয়েছে। অবৈধ বালু উত্তোলনকারী খোকন হোসেনকে পাওয়া যায়নি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |