আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:২২
মনির হোসেন জীবন- অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত মোবাইল সীমকার্ড বিক্রয়কারী প্রতারক চক্রের মূলহোতা রাকিবকে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এসময় তার নিকট থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সীমকার্ড উদ্বার মূলে জব্দ করা হয়েছে।
র্যাব বলছে, গ্রেফতারকৃত প্রতারক চক্রের মূলহোতার নাম মোঃ রাকিব হাসান (২৩)। সে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার মোঃ মুক্তার আলীর পুত্র।
আজ বুূধবার সকালে র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি চৌকস গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সীমকার্ড বিক্রয়কারী সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা মোঃ রাকিব হাসান (২৩)কে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, অভিযানকালে তার কাছ থেকে ১৯৪ টি অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত মোবাইল সীমকার্ড, অল্প কিছু টাকা ও একটি মোবাইল ফোন উদ্বার করা হয়।
র্যাবের এ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী রাকিব জানায়, সে দীর্ঘদিন যাবৎ রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সহজ সরল মানুষের নিকট থেকে প্রতারণামূলকভাবে তথ্য হাতিয়ে এসব অবৈধ রেজিস্ট্রেশনকৃত সীমকার্ড সংগ্রহপূর্বক ক্রয়-বিক্রয় করে আসছিল।
ফারজানা হক জানান, এসব সীমকার্ড ব্যবহার করে বিভিন্ন অপরাধী চক্র তাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে থাকে। এই সুযোগকে কাজে লাগিয়ে অপরাধী চক্র আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে নিজেদেরকে গোপন রাখতে পারে। এসকল অসাধু সীমকার্ড ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |