আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৪৯
বিডি দিনকাল ডেস্ক :- দেশের স্বনামধন্য অভিনেতা আবদুল কাদের (৬৯) আজ শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। আবদুল কাদের এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “একজন কুশলী অভিনেতা হিসেবে আবদুল কাদের দেশের নাটকপ্রেমীদের নিকট ছিলেন অত্যন্ত জনপ্রিয় ও পরিচিত মুখ। দক্ষ এই অভিনয় শিল্পী তাঁর অসাধারণ অভিনয়ের জন্য দেশের মানুষের মনে চিরজাগরুক এবং অমর হয়ে থাকবেন। তিনি টেলিভিশনে অসংখ্য নাটকে অভিনয় করে মানুষের মন জয় করেছেন। তিনি তাঁর উত্তরসুরী অভিনেতা-অভিনেত্রীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। এই কুশলী অভিনেতা ব্যক্তিগত জীবনে ছিলেন সহৃদয়, উদারচেতা ও বিনীত স্বভাবের অধিকারী। আবদুল কাদেরের ইন্তেকালে দেশে অভিনয় জগতে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পুরন হবার নয়। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুম আবদুল কাদের এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।-প্রেস বিজ্ঞপ্তি
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |