আজ শুক্রবার | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৩রা রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:৩২
ডেস্ক : ভারতের সঙ্গে থাকা প্রতিটি সীমান্ত এলাকায় সেনার সংখ্যা আরও বাড়ানোর পাশাপাশি বিভিন্ন পরিকাঠামোও তৈরি করছে চীন। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় গ্রাম বানাচ্ছে, রাস্তা তৈরি করছে। এমনকী ক্ষেপণাস্ত্রও মোতায়েন করেছে। এমনটাই দাবি করছে ভারত। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে ফেব্রুয়ারি মাসে প্রথম জানা যায় তিনটি দেশের সংযোগস্থল সংলগ্ন বুম লা পাস থেকে পাঁচ কিলোমিটার দূরে ফাঁকা এলাকায় কিছু বাড়ি তৈরি করছে চীন। কিন্তু, সম্প্রতি ওই এলাকার উপগ্রহ চিত্র থেকে দেখা যায় ইতিমধ্যেই সেখানে তিনটি গ্রাম তৈরি করেছে বেইজিং। ঠিকঠাক রাস্তা-সহ অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থাও করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসেছে দিল্লি। পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ভারতকে চাপে রাখতেই নতুন এই কৌশল নিয়েছে শি জিনপিংয়ের সরকার। ভারতের অভিযোগ, এভাবে অরুণাচলের কাছে নতুন কোনো অশান্তির ছক কষছে। এপ্রসঙ্গে চীন সংক্রান্ত ভারতীয় বিশেষজ্ঞ ব্রহ্ম চেল্লানি জানান, কমিউনিস্ট পার্টির হান চাইনিজ ও তিব্বতীয় সদস্যদের ব্যবহার করে অরুণাচল প্রদেশ সীমান্তে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে চীন। দক্ষিণ চীন সাগরে যেমন প্রথমে নিজেদের দেশের মৎস্যজীবীদের ঢুকিয়ে জলসীমা বাড়ানোর পরিকল্পনা নিয়েছিল বেইজিং। ঠিক একইভাবে অরুণাচল প্রদেশে বিভিন্ন জায়গায় নিজেদের লোক অনুপ্রবেশ করিয়ে পরিকাঠামো তৈরির মাধ্যমে ভারতের উপর চাপ বাড়াচ্ছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:04 PM |
Magrib | 5:24 PM |
Isha | 6:44 PM |