আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৯:৩৭
আবু বকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি:-জয়পুরহাট জেলার কৃষকদের কাছে ভুট্টা চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। অন্য ফসলের চেয়ে সেচ, রোগবালাই আর পোকামাকড়ের আক্রমন যেমন কম তেমনি উৎপাদন খরচও অনেক কম। তাই লাভজনক ও বিকল্প ফসল হিসাবে এলাকার কৃষকরা বেছে নিয়েছেন ভুট্টা চাষকে।
জয়পুরহাট সদও উপজেলার চেচড়া গ্রামের কৃষক আলিমুদ্দিন জানান , তুলনামুলকভাবে অন্য ফসলের চেয়ে ভুট্টার ফলন বেশী হয়ে থাকে। এতে সেচও কম লাগে আর রোগবালাই ও পোকা মাকড়ের আক্রমন নেই বললেই চলে। ফলে ভুট্টা চাষে উৎপাদন খরচ একবারেই কম, আবার গো খাদ্য এবং জ্বালানী হিসাবে ভুট্টাগাছ ও ছোবড়া বিক্রি করে অতিরিক্ত আয় হয় একওে কবৃষকরা। লাভবান হয়।
তাছাড়া গত কয়েক মৌসুমে ধানের বাজার মুল্য ভাল না পেলেও ভুট্টার বাজার মুল্য অধিক হওয়ায় কৃষকরা ঝুঁকছে ভুট্টা চাষে। সব মিলিয়ে কম খরচে লাভ বেশী হওয়ায় ভট্টা চাষে আগ্রহ বেড়েছে এই এলাকার চাষীদের।
গোখাদ্য , মুরগীর খাদ্য , মাছের খাদ্য হিসেবে এখন ভুট্টার ব্যাবহার সর্বজনবিদিত। পোল্ট্রী শিল্প কে টিকিয়ে রেখেছে ভুট্টা, তাই ভুট্টা চাষ অত্যন্ত লাভজনক।
জয়পুরহাট জেলা কৃষি অীধদপ্তরের উপ পরিচালক শফিকুল ইসলাম জানালেন ,চলতি মৌসুমে জেলায় প্রায় ৭ শ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। আর এ থেকে উৎপাদন হবে প্রায় ৫হাজার মেট্রিকটনেরও বেশী ভুট্টা। লাভজনক ফসল হওয়ায় এর চাষ দিন দিন আরো বৃদ্ধি পাবে এমনটি মনে করছেন জেলা কৃষি বিভাগ।
দেশের পোলট্রি খাদ্য হিসাবে ভুট্টার রয়েছে ব্যাপক চাহিদা। ফলে অর্থকরী ফসল হিসাবে জাতীয় অর্থনীতিতে ভুট্টা গুরুত্ব¡পুর্ন ভুমিকা রাখবে এমন প্রত্যাশা জয়পুরহাটের কৃষকদের।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |