আজ মঙ্গলবার | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৪ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ২:৫৭
সিডনি রিপোর্টারঃ-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার উদোগে দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সিডনিতে স্থানীয় লাকেম্বাস্থ গ্রামীন ফাংশন সেন্টারে অনুষ্ঠিত হয়।
বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃকুদরত উল্লাহ লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি কৃষিবিদ ডক্টর কামরুজ্জামান কায়সার, বিএনপি অস্ট্রেলিয়ার সহসভাপতি কামরুল হাসান আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ শিবলু, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সভাপতি খাইরুল কবির পিন্টু, ইন্জিনিয়ার কামরুল ইসলাম শামীম, এস এম খালেদ, মৌহাইমেন খান চৌধুরী মিশু, এম ডি কামরুজ্জামান , যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন রাজু, গোলাম রাব্বী শুভ্র ,জাসাস সদস্য সচিব মাহবুব রহমান সর্দার মামুন, বিএনপির মানবাধিকার সম্পাদক মোহাম্মদ নাসির আহম্মেদ ,আনোয়ার হোসেন, পবিত্র বড়ুয়া।
আরও উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ মাসুম,ওমর ফারুক, খোরশেদ আলম, অসিত গোমেজ, আব্দুল করিম, জুবাইল হক মানিক, মোহাম্মদ জসিম, মোহাম্মদ কবির আহম্মেদ,পংকজ কুমার, আবদুল গফুর প্রমুখ ।
বিএনপির নেতৃবৃন্দ বলেন, ১/১১ সময় ওরা ভেবেছিলো বিএনপিকে শেষ করে দেয়া যাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের প্রতীক, আমাদের আশা-ভরসার স্থল তারেক রহমানকে নির্বাসিত করে তাকে মিথ্যা সাজা দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়ে, আমাদের অসংখ্য নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, গুম-খুন করে ভেবেছিলো বিএনপিকে ধবংস করে দেয়া যাবে। কিন্তু এই ১৫ বছরেও বিএনপিকে ধবংস করা যায়নি।
মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন, আমরা যে গণতন্ত্রের সংগ্রাম শুরু করেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাহেবের নেতৃত্বে, সেই গণতন্ত্রকে যুদ্ধে লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে।
ডক্টর কামরুজ্জামান কায়সার বলেন,যখন বিএনপি আন্দোলন শুরু করেছে মানুষের সমস্যাগুলো নিয়ে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, চাল-ডাল-তেলের দাম মূল্য বৃদ্ধির প্রতিবাদে তখন তারা সেই আগের মতো গুলি করে হত্যা করছে আমাদের সহযোদ্ধাদের-সহকর্মীদের।গুলি করে হত্যা করেছে আমাদের নারায়ণগঞ্জের যুব দলের কর্মী শাওনকে। কি লজ্জ্বার কি ধিক্কার যে, কালকে একজন এসপি বলছে যে, শাওন যুবদলের কর্মী নয়।
কুদরত উল্লাহ লিটন বলেন,আওয়ামী লীগ নেতাদের লজ্জা হওয়া উচিত আজকে এই দল বাকশাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগ নামে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করে এবং প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ দলীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
Dhaka, Bangladesh সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:11 PM |
Magrib | 5:32 PM |
Isha | 6:51 PM |