আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫৭
বিডি দিনকাল ডেস্ক:- এ বছরের মিডিয়া অ্যাওয়ার্ডস এর জন্য ফাইনালিস্ট বা চূড়ান্ত তালিকায় স্থান প্রাপ্তদের নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ১১ টি ক্যাটাগরিতে প্রতি বছর উক্ত পুরস্কার প্রদান করে সংস্থাটি। এ বছর ‘ইনভেস্টিগেশন’ ক্যাটাগরিতে মনোনীত হয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক টিভি চ্যানেল আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’।
এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে- পুরস্কার ঘোষণার জন্য বিচারক প্যানেলের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের হাই-প্রোফাইল সাংবাদিকবৃন্দ, অতীতে উক্ত পুরস্কার বিজয়ীরা এবং অ্যামনেস্টির প্রতিনিধিরা। ০৪ মে ২০২২, তারিখে লন্ডনে এক অনুষ্ঠানে এ বছরের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
উল্লেখ্য, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ডস গুরুত্বপূর্ণ সব মানবাধিকারের গল্প বলার জন্য নিজেদের জীবন উৎসর্গ করা সাংবাদিক ও সম্পাদকদের সাহস ও সংকল্পের প্রশংসা করার মধ্য দিয়ে মানবাধিকার সাংবাদিকতার শ্রেষ্ঠত্ব উদযাপন করে থাকে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |