আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:০০
বিডি দিনকাল,ডেস্ক :-মেয়াদ শেষ হওয়ার এক বছর পর কেন্দ্রীয় কমিটির আংশিক ঘোষণা করা হলেও বিতর্ক পিছু ছাড়েনি বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের। প্রভাবশালী বিএনপি নেতাদের হস্তক্ষেপ, জ্যেষ্ঠতা না মানা, সংস্কারপন্থিদের নেতৃত্বে আনা, অন্য দলের নেতাকে পদ দেওয়া, অফিস সহকারীকেও কমিটিতে রাখা-এসব নিয়ে সংগঠনটির ভিতরে-বাইরে ক্ষোভ বাড়ছে।সোহেল-সপু-বাবুর কমিটির বিভিন্ন পর্যায়ের অনেক অভিজ্ঞ ,ত্যাগী নেতারাও বাদ পড়েছেন এই কমিটিতে ।নাম প্রকাশ না করার শর্তে অনেকেই বলেছেন মূলত এই কমিটি নিতান্তই একটি পকেট কমিটি ।পরবর্তীতে এই ধরণের কমিটি অন্যান্য অঙ্গসংগঠনগুলোতে বহাল থাকলে ব্যাপক বিতর্কের জন্ম দিবে বলে মনে করছে অনেকেই ।
এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনা মহামারীর মধ্যেও তৃণমূলে বিএনপির অঙ্গসংগঠনে কমিটি হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে আমরা বিএনপির সাংগঠনিক কার্যক্রমও শুরু করেছি। এরই মধ্যে স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা হয়েছে। বিএনপির মতো সবচেয়ে বড় দলে নানামুখী প্রতিযোগিতা থাকবেই। কেউ কমিটিতে ঠাঁই না পেলেই সংগঠনের বিরুদ্ধে কথা বলে। তারা নেতাদের নিয়েও কথা বলেন। আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে আমরা এই প্রতিকূল পরিবেশেও কাজ করে যাচ্ছি। জানা যায়, সম্প্রতি ১৪৯ সদস্যের কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণার পর স্বেচ্ছাসেবক দলের ভিতরে-বাইরে বিরাজ করছে চাপা ক্ষোভ। এর মধ্যে সোমবার সন্ধ্যায় আবার সহসভাপতি পদমর্যাদায় ২৭ জনকে উপদেষ্টা, স্বেচ্ছাসেবক দলের মরহুম সভাপতি শফিউল বারীর স্ত্রী বীথিকা বিনতে হোসেনকে সম্মানিত সদস্য এবং ৯ জনকে নির্বাহী সদস্য হিসেবে অনুমোদন দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ রয়েছে, ঘোষিত কমিটিতে বিগত স্বেচ্ছাসেবক কমিটির ত্যাগী ও সক্রিয় নেতাদের বাইরে রাখা হয়েছে। সূত্রমতে, সাবেক ছাত্রদল নেতাদের একটি অংশকেও রাখা হয়নি কমিটিতে। সিনিয়র-জুনিয়রের ক্রমধারা মানা হয়নি। লবিং-তদবিরে যারা এগিয়ে গেছেন তাদের সেভাবেই মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে স্বেচ্ছাসেবক দলের সাবেক দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চুকে যুগ্ম সম্পাদক করা হলেও বিগত কমিটির সহসম্পাদক এবং সদস্যদের মধ্যে অনেকে পেয়েছেন সহসভাপতির পদ। আবার বেশ কয়েকজন নিষ্ক্রিয় নেতাকে পদায়ন করা হলেও বাদ পড়েছেন গত কমিটির যুগ্ম সম্পাদক কামরুল হাসান পিন্টু,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামরুল হাসান বাবলু ।
রাজনীতিতে নিষ্ক্রিয় ও সংস্কারপন্থি বলে খ্যাত নরসিংদীর আহসান হাবিব প্রান্ত, জাকারিয়া আল মামুনকেও রাখা হয়েছে যুগ্ম সম্পাদক পদে। নরসিংদীর দীপক কুমার বর্মণও পেয়েছেন কেন্দ্রীয় সহসাধারণ পদ। অফিস সহকারী সাইদুর রহমান মামুন কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক পদ পেয়েছেন। এর আগে প্রয়াত শফিউল বারী বাবুকে সভাপতি ও আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে ২০১৬ সালের ২৭ অক্টোবর ছয় সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল। গত ২৮ জুলাই বাবু ক্যান্সারে মারা যান। এরপর ওই পদে সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। সংগঠনটির নিজস্ব কোনো গঠনতন্ত্র নেই।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |