আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:২৪
ডেস্ক :-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে আইনের প্রয়োগ নেই, বিচার নেই বলেই নারী নির্যাতন, ধর্ষণের ঘটনা ঘটছে। কাগজে-কলমে অনেক আইন আছে, কাগজে-কলমে অনেক কিছু আছে। সংবিধানে যা আছে এবং যতটুকু আইন আছে তা যথেষ্ট ছিল বা যথেষ্ট আছে। কিন্তু সেই আইনের প্রয়োগ নেই। সরকার নিজেই সংবিধান মানে না। তাদের আইন কে মানবে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সমবায় দলের ১০ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব বলেন। আয়োজক সংগঠনের সভাপতি ও সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কৃষক দল নেতা জিয়াউল হায়দার পলাশ, কামাল পাশা প্রমুখ ।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, বুধবারের সংবাদমাধ্যমে মৃত্যুদন্ডের খবরের পাশপাশি ৭টি নারী ধর্ষণের ঘটনাও আছে। গত এক সপ্তাহ ধরে মানুষ জানে- মৃত্যুদন্ডের আইন হচ্ছে। কিন্তু ধর্ষণ থামছে না। কারণ এর আগেও আইন ছিল- ৯০ দিনের মধ্যে নারী নির্যাতনের বিচার করা। সেই বিচার নয় বছরেও হয় না। ৯০ দিনের মধ্যে যদি কার্যকর করার ব্যবস্থা হতো, বিচার হতো তাহলে যাবজ্জীবন কারাদন্ডের পরে মৃত্যুদন্ডের আইন পাস হতো না।
এই অবস্থা থেকে উত্তরণে গণতন্ত্র ফিরিয়ে আনার বিকল্প নেই উলেস্নখ করে তিনি বলেন, আজকে যে সামাজিক অবক্ষয়, লুটতরাজ সব কিছুই গণতন্ত্রবিহীন রাষ্ট্রের ফসল। যেখানে গণতন্ত্র থাকে না, সেখানে মানুষের অধিকার থাকে না। যেখানে মানুষের অধিকার থাকে না, সেখানে মানুষের নিরাপত্তা থাকে না, যেখানে আইনের শাসন থাকে না, সেখানে কখনো অধিকার ভোগ করা যায় না।
আর যেখানে বিচার বিভাগের স্বাধীনতা থাকে না, যেখানে ন্যায় বিচার ভূলুণ্ঠিত হয়, সেখানে আইনের শাসনও কার্যকর থাকে না। তাই ছোট ছোট মিটিং নয়, ছোট ছোট মিটিংকে এক করে রাজপথে নামুন, রাজপথে ছোট হোক, বড় হোক প্রতিবাদ জানান।–প্রেস বিজ্ঞপ্তি।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |