- প্রচ্ছদ
-
- প্রবাসের সংবাদ
- আওয়ামী এজেন্টদের মিথ্যা বানোয়াট প্রোপাগান্ডার শিকার তিনি :জাপান প্রবাসী বিএনপির সিকদার সাগর
আওয়ামী এজেন্টদের মিথ্যা বানোয়াট প্রোপাগান্ডার শিকার তিনি :জাপান প্রবাসী বিএনপির সিকদার সাগর
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ৩:০০ অপরাহ্ণ
বিডি দিনকাল ডেস্ক :- জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে সিকদার সাগর এর সম্পর্ক না থাকার প্রসঙ্গে গণমাধ্যমে বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদের একটি প্রেস বিজ্ঞপ্তি আসে জাপান বিএনপির সভাপতি আলহাজ্ব নূরে আলম এবং সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম বরাবর।
এই বিজ্ঞপ্তির সূত্রধরে বাংলাদেশ দিনকাল অনলাইন পোর্টালে প্রকাশ হয় । ইতিমধ্যে এই সংবাদ প্রচারের পরেই সিকদার সাগর একটু প্রতিবাদ লিপি প্রেরণ করেন । এই একেই প্রতিবাদলিপি বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সিনিয়র মহাসচিব রহুল কবির রিজভী আহম্মেদের বরাবর । নিম্নে প্রেস বিজ্ঞপ্তি টি সম্পূর্ণ প্রকাশ হলো ।
একেই সাথে সিকদার সাগরের রাজনীতির কয়েকটি প্রমান এবং বিরোধী পক্ষের কয়েকটা ছবিও সংযুক্ত হলো ।
এই সিকদার সাগরকে : এদিকে এই সিকদার সাগর এর সাথে প্রতিবেদন প্রস্তুতের সময় কথা হয় ,জানতে চাইলে তিনি বলেন কোনো অনৈতিক কাজের কিংবা সংগঠন বিরোধী কাজের সাথে তিনি কিংবা তার সংগঠনের কেউই জড়িত নন । দলের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামীলীগের একদল দালাল ,কুচক্রী মহল কেন্দ্রীয় নেতাদের ভুল বুজিয়ে আমার বিরুদ্দে মিথ্যা প্রোপাগান্ডা করে যাচ্ছে ।ওই সব দালাল ও কুচক্রীদের কয়েকটি ছবিও তিনি দেন ।একেই সাথে তিনি যেই কমিটির প্রথম সহ-সভাপতি ছিলেন প্রয়াত সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের স্বাক্ষরিত অনুমোদিত কমিটির তার ও একটা কপি প্রমান স্বরূপ দেন ।সিকদার সাগর আরো বলেন ,একটি নিরেপেক্ষ তদন্ত কমিটি হউক ।জাপানে দলকে প্রতিষ্ঠিত করতে কার কতটুকু অবদান রয়েছে তা বের হয়ে আসবে ।আমরা শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করেই দল করি।
সিকদার সাগর কর্তৃক রুহুল কবর রিজভী আহম্মেদের বরাবর প্রতিবাদ লিপি :
বিষয়ঃ জাপান বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
প্রিয় রুহুল কবির রিজভী ভাই,
জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
আস ছালামু আলাইকুম।
প্রিয় লিডার, গত ২৫-শে ফেব্রুয়ারি ২০২১, দৈনিক দিনকাল পত্রিকায় প্রকাশিত একটি বিবৃতি আমাদের নজরে আসে। সেই বিবৃতিতে জাপান বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নামধারী দুই অসৎ, আদম ব্যাপারী, জাপানে ইনস্যুরেন্সের টাকা জালিয়াতি মামলার ইন্টারপোলের ওয়ারেন্ট ভুক্ত আসামি নুর-এ-আলম ওরফে নুর আলী, ও মীর রেজা আপনার নাম ব্যবহার করে দৈনিক দিনকাল পত্রিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাপান শাখার সাধারণ সম্পাদক জনাব শাহজালাল শিকদার সাগর ভাইকে উদ্দেশ্য করে মিথ্যা, আপত্তিকর ও অপমানজনক বিবৃতি দিয়ে আসছে। জাপানে এদের কারনে রাজনীতি করা এক প্রকার কঠিন হয়ে পরছে। এদের অপকর্মের কারনে জাপানে সাধারণ ও ভদ্র কোন মানুষ আর বিএনপির রাজনীতিতে আসতে পারছেনা। ভাই, আপনি জাপান সম্পর্কে তেমন কিছুই জানেন না এবং অবগত নন, আর তাই এরা আপনার সেই সুযোগকে ব্যাবহার করছে বারংবার এদের অসৎ উদ্দেশ্য হসিলের জন্য। এরা বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক জনাব সাকিরুল ইসলাম সাকিল ভাইকে বিভিন্ন ছল-চাতুরি ও ফন্দির মাধ্যেম আয়ত্ত করে জাপানে তার সঠিক ও সুন্দর রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে, দূরে সরিয়ে রেখেছে বিএনপির নিবেদিতপ্রাণ নেতা কর্মীদেরকে তার কাছ থেকে। মিথ্যা ও বিব্রান্তিকর তথ্য দিয়ে কান ভারি করে তুলেছে সাকিল ভাই-র। এরা এখন এদের হীন ও অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য আপনার উপর ভর করেছে। আপনার নাম ব্যবহার করে জাপান বিএনপি-র নেতাকর্মীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বিবৃতি দিচ্ছে। এদের উদ্দেশ্য একটাই- বিএনপি-র নেতা পরিচয় দিয়ে এদের অসৎ উদ্দেশ্য হাসিল করা। পক্ষান্তরে, এদের কারনে জাপান সহ দেশে বিএনপি-র সুনাম ক্ষুণ্ণ হচ্ছে চরমভাবে, সাধারণ মানুষের মাঝে বিএনি-র আদর্শ, নীতি ও সততা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা মনে করি না যে এই ধরনের একটি নিম্নমানের ও কুরুচিপূর্ণ, ও সম্পূর্ণরূপে অসৎ ব্যক্তব্য আপনাদের মত বিজ্ঞ ও দক্ষ রাজনীতিবিদের কাছ থেকে আসতে পারে। কারন, এই ধরনের অসৎ, কুরুচিপূর্ণ ও মিথ্যা বিবৃতি আপনার পদবি, রাজনৈতিক অভিজ্ঞতা ও দায়িত্বশীলতার সাথে মানায় না। বিবৃতির ভাষা প্রয়োগ অনভিপ্রেতভাবে নিম্নমানের-যাহা আপনার পদবীর সাথে একেবারেই মানায় না। আমরা মনে করি, এই ধরনের একটি বিবৃতি আপনার কাছ থেকে আসলে, আপনি তার আগে অবশ্যই এর সত্যতা যাচাই করতেন, প্রয়োজনীয় ইভিডেন্স / প্রমান দাখিল করতেন। তাই জাপান বিএনপির কোন নেতাকর্মী এই বিবৃতিকে নুন্যতম আমলে নেয়নি, আর নিবেওনা।
ভাই, আপনার নাম ব্যাবহার করে এই ধরনের অসৎ বিবৃতি আমাদের সকলকে প্রচণ্ড রকমে ব্যাথিত করে। ব্যাথিত করে জাপান প্রবাসী বিএনপির সকল স্তরের নেতা-কর্মী সমর্থক ও সাধারণ মানুষকে। তাই দলের এই কঠিন সময় এদের ব্যাপারে আরও অধিক ও যথাযথ সতর্ক হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আমারা এই ব্যাপারে মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগির সাহেবের ও দৃষ্টি আকর্ষণ করছি। আমরা মনে করি, তারা এখানে যে ধরনের মিথ্যা ও কুৎসিত অভিযোগ করেছে তাহা প্রায়ত খন্দকার দেলোয়ার হোসেন সাহেব, বর্তমান মহাসচিব মির্জা ফক্রুল ইসলাম আলমগির সাহেবকেই সরাসরি অপমানিত করার সামিল। সাথে সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান, ও ফরিদা ইয়াসমিন আপাকেও অপমানিত করার সামিল, কারন তারা দুইজনই আমাদের সম্মেলনে যোগ দেয়ার জন্য অনেক কষ্ট করে জাপানে এসেছিলেন।
ভাই, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে বিগত ১৪ বছর জাপান বিএনপি যেভাবে তাদের কার্যক্রম চালিয়ে আসছে, সামনে ও সেই কার্যক্রম আরও বেগবান করে চালিয়ে নিবে, ইনশাল্লাহ । অবৈধ সরকারের বিরুদ্ধে, সম্পূর্ণ অবৈধভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাঁজার বিরুদ্ধে, ভাই তারেক রহমানের নামে দেয়া মিথ্যা মামলার বিরুদ্ধে, শাহাজালাল শিকদার সাগর সহ আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব রাজপথে ও অনলাইন মিডিয়ায়, ইনশাল্লাহ। জাপানে আপনাদের যে কোন প্রকার আদেশ ও নির্দেশ পালনে আমরা সদা প্রস্তুত আছি।
ভাই, এদের অসৎ ও কাণ্ডজ্ঞানহীন অপকর্মের কারনে আমরা জাপান বিএপির নেতাকর্মীরা অনেক আগেই এদেরকে পরিত্যাগ করেছি। নীচে জাপানে এদের অপকর্মের কিছু খন্ডচিত্র তুলে ধরা হল, যাতে করে এদের ব্যাপারে আপনি সহ অন্যরা আরও বেশি সচেতন ও সতর্ক হতে পারে ।
Please follow and like us:
20 20