আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৫৮
নোয়াখালী : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বোনের বাসায় ককটেল হামলার প্রতিবাদে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাকার কিছুক্ষণ পর মির্জা কাদেরের অনুসারীরাও একই স্থানে সমাবেশ ডেকেছে।
রোববার ইফতারের পর কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট পূর্ববাজারে আওয়ামী লীগ ও কাদের মির্জার অনুসারীদের বিবদমান দুই গ্রুপ ওই পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে।
এ নিয়ে আবারো উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন এলাকাবাসী।
উপজেলা আওয়ামী লীগের অনুসারী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক কচি বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র সাবেক ছাত্রনেতা মাহবুবুর রশিদ মঞ্জুর বাসায় আবদুল কাদের মির্জার সন্ত্রাসী বাহিনীর বোমা হামলার প্রতিবাদে বাদ মাগরিব চাপরাশিরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ডাকা হয়েছে।
অন্যদিকে এ কর্মসূচি ঘোষণার কিছুক্ষণ পর কাদের মির্জার অনুসারী হামিদসহ অনেকে একই স্থানে পাল্টা কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে ফেসবুকে একযোগে পোস্ট দিচ্ছেন।
তারা লিখেছেন- তথাকথিত কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু গত ২৩ তারিখ রাত সাড়ে ১০টায় তার ফেসবুক লাইভে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জননেতা ওবায়দুল কাদেরের বাবা ও পরিবারকে নিয়ে বিষোদগার করার প্রতিবাদে আজ (রোববার) বাদ মাগরিব চাপরাশিরহাটে সমাবেশের আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিয়াউল হক মীর জানান, পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। জনগণের নিরাপত্তার স্বার্থে সব ব্যবস্থা নেয়া হবে।
এর আগে শনিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ওবায়দুল কাদেরের বোন তাহেরা বেগমের বসুরহাট পৌরসভা কেজি স্কুল রোডের ওই বাসায় দুর্বৃত্তরা ককটেল হামলা চালায়। পুলিশ ওই বাড়ির আশপাশ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। ওই বাড়িতে উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জুও বসবাস করেন।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |