আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩৬
বিডি দিনকাল ডেস্ক :- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত সুপ্রিম কোর্ট বারের নেতারা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটরিয়ামে এসব সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথমে বিএনপি সমর্থিত আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে সংবাদ সম্মেলন করেন। সেখানে বারের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির ১৪ সদস্যের মধ্যে ছয় জন উপস্থিত ছিলেন। এরপর একই স্থানে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ঘোষণার ইস্যুতে পাল্টা সংবাদ সম্মেলন করেন আওয়ামীলীগপন্থি বারের আইনজীবীরা। সেখানে বারের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির ১৪ সদস্যের মধ্যে সাত জন উপস্থিত ছিলেন।
আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সমিতির গঠনতন্ত্রের ১৬ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনের মাধ্যমে সভাপতি পদ পূরণের বিধান রয়েছে। সে লক্ষ্যে উক্ত পদ পূরণের জন্য করণীয় ঠিক করার জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ৪ঠা মে সমিতির অডিটোরিয়ামে বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়েছিল।
ওই সভায় সভাপতির অনুপস্থিতিতে সিনিয়র সহ-সভাপতি মো. জালাল উদ্দিন সভাপতিত্ব করবেন এটি ছিল স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সমিতির অপর সহ-সভাপতি মুহাম্মদ শফিক উল্যা সভাস্থলে উপস্থিত হয়ে নিজেকে বিশেষ সাধারণ সভার সভাপতি হিসেবে দাবি করলে উপস্থিত সদস্যরা অনুষ্ঠানে সভাপতিত্ব কে করবেন বিষয়টি সুরাহা করে সভা শুরুর জন্য সম্পাদককে অনুরোধ জানান। এ পর্যায়ে সভাপতিত্ব কে করবেন এ বিষয় নিয়ে আইনজীবীদের মধ্যে মতবিরোধ হওয়ার কারণে উদ্ভূত পরিস্থিতিতে সভার কাজ শুরু করা সম্ভব হয়নি।
ব্যারিস্টার কাজল বলেন, কোনো আলোচনা ও সিদ্ধান্ত ছাড়াই সভার কাজ মুলতবি করা হয়। আমাদের উদ্দেশ্য ছিল, সভা মুলতবি করার পর উদ্ভূত পরিস্থিতিতে আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সম্পাদকসহ সিনিয়র আইনজীবীদের সঙ্গে বৈঠক করে করণীয় নির্ধারণ করে নির্বাচনের মাধ্যমে সভাপতির পদ পূরণ করব। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করলাম, কার্যকরী কমিটির সহ-সভাপতি মুহাম্মদ শফিক উল্যা পরবর্তী সময়ে অতি উৎসাহী হয়ে সমিতির সভাপতির কক্ষে নিজেই সমিতির সদ্য সাবেক সভাপতিকে (এ এম আমিন উদ্দিন, বর্তমানে অ্যাটর্নি জেনারেল) ২০২১-২২ সালের বাকি মেয়াদের জন্য সভাপতি হিসেবে ঘোষণা করেন। যা সমিতির গঠনতন্ত্র বিরোধী।
বিএনপিপন্থি এ আইনজীবী নেতা বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আনুষ্ঠানিকভাবে শুরুর আগেই বিশেষ সাধারণ সভা সম্পাদক স্থগিত করেছেন। কোনো ধরনের আলোচনা কিংবা সেখানে সভাপতি পদে কোনো নির্বাচন হয়নি। এছাড়া বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়েছিল সভাপতি পদ পূরণে করণীয় নির্ধারণের জন্য, নির্বাচনের জন্য নয়।
পাল্টা সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। এসময় সমিতির সহসভাপতি মুহাম্মদ শফিক উল্যা বলেন, গতকালের সাধারণ সভায় আমার সভাপতিত্ব করার সিদ্ধান্ত আগেই গৃহীত হয়েছিল এবং তার রেকর্ড আমাদের কাছে সংরক্ষিত আছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বিশেষ সাধারণ সভা পরিচালনার সময় সম্পাদক সেই সিদ্ধান্তকে সম্মান না দেখিয়ে অগণতান্ত্রিক আচরণ করতে থাকেন। কোনও সিদ্ধান্ত হয়নি বলে বিশেষ সাধারণ সভাকে অবহিত করেন এবং মো. জালাল উদ্দিনকে সভাপতি করার অপচেষ্টা করছিলেন।
তিনি বলেন, তখন কার্যকরী কমিটি এএম আমিন উদ্দিনকে সভাপতি হিসাবে হাউজে প্রস্তাব করার জন্য কোষাধ্যক্ষ ড. ইকবাল করিম প্রস্তাব করেন এবং সহ-সম্পাদক সাফাত সুলতানা রুমি সমর্থন করেন। সহ-সভাপতি মুহাম্মদ শফিক উল্যা, সদস্য মাহফুজুর রহমান, এবিএম শিবলী সাদেকীন, মিন্টু কুমার মন্ডল এবং মুনতাসির উদ্দিন আহমেদ হাত তুলে সমর্থন করলেও সম্পাদক রেজুলেশনে তা অন্তর্ভুক্ত না করে দ্রুত সভাকক্ষ ত্যাগ করেন। আমরা গঠনন্ত্রের ২১, ১২ এবং ১৬ অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ সাধারণ সভায় এবং হাউজে সভাপতির নাম প্রস্তাব করেছি এবং তা সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়েছে। তাছাড়া অন্য কোনও পক্ষ সভাপতি হিসেবে অন্য কোনও নাম প্রস্তাব করেনি এবং সমর্থন করেনি।’ এমতাবস্থায় গণতান্ত্রিকভাবে এবং সর্বসম্মতিক্রমে এএম আমিন উদ্দিন (অ্যাটর্নি জেনারেল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বলে শফিক উল্যা জানান।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |