আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:০০
আওয়ামী লীগ ঘরে ঢুকে জাতীয় পার্টিকে কুরবানী করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, বিএনপি আমাদের কিছু ক্ষতি করেছে। সে ক্ষতি মোকাবিলায় আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু আওয়ামী লীগ ঘরের ভেতরে ঢুকে কুরবানী করে দিয়েছে। আওয়ামী লীগ জাতীয় পার্টির ভেতরে বিভাজন তৈরি করেছে। যা এখনো করে যাচ্ছে। মঙ্গলবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে মহানগর উত্তরের বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন হচ্ছে সিলেকশন কমিশন। এটা শুধু নির্বাচন বৈধকরণের কমিশন। সবাই আওয়ামী লীগের দলীয় অনুগত হিসেবে কাজ করছে। তাই এই নির্বাচন ব্যবস্থার পরিবর্তন চায় বিরোধী দলগুলো।
জিএম কাদের বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন জনগণের চোখে নির্বাচন নয়।
আওয়ামী লীগ যে নির্বাচন ব্যবস্থাকে সাজিয়েছে, তাতে তারা নিজেরাই নিজেদেরকে নির্বাচিত করতে পারে। জিএম কাদের প্রশ্ন রাখেন, স্বাধীনতার বিপক্ষের লোক কোথায় আছে? আওয়ামী লীগের পক্ষে কাজ করলেই স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে কাজ করলেই স্বাধীনতার বিপক্ষে? তারা প্রচারণা করেই এরশাদ সরকারকে স্বৈরাচার সরকার বানিয়ে ফেলেছে।
আওয়ামী লীগ দেশকে বিভাজন করছে অভিযোগ করে তিনি বলেন, এই সরকার কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয় না। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। অন্ধ ফকিরের কাছ থেকেও টাকা নেয় ক্ষমতাসীন দলের লোকেরা। ফুটপাত দখল করেও লুটপাট করে খাচ্ছে তারা। সব জায়গায় চলছে লুটপাটের খেলা।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, বিএনপি ও আওয়ামী লীগের বাইরে অন্য দলকে ক্ষমতায় দেখতে চায় সাধারণ মানুষ। মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে গেছে। সমাবেশ করার জন্য শত শত কোটি টাকা খরচ করছে দলগুলো, এত টাকা কোথা থেকে আসে?
তিনি বলেন, বিএনপি ও আওয়ামী লীগ দুই দলই বিদেশে লবিস্ট নিয়োগ করেছে। তারা মানুষের স্বার্থে কাজ করে না। সেখানে জাতীয় পার্টি জনগণের জন্য কাজ করছে। সূত্র: মানবজমিন
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |