আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩৩
আবুবকর সিদ্দিক, জয়পুরহাট প্রতিনিধি :জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শিয়ালা গ্রামে সাদিয়া আক্তার (১৬) নামে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ১৬ জুলাই রোববার সকালে উপজেলার তিলকপুর ইউনিয়নের শিয়ালা গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত শিক্ষার্থী উপজেলার শিয়ালা গ্রামের আব্দুস সোবহান খানের দ্বিতীয় মেয়ে। সে স্থানীয় কাশিড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ এলাকাবাসী ও নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, সাদিয়া আক্তার লুনার বাবা আব্দুস ছোবহান পেশায় কৃষক। তাঁর দুটি মেয়ে এক ছেলে সন্তান রয়েছে। ছোট মেয়ে সাদিয়া দশম শ্রেণির বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে। গত শনিবার বিকেলে বাবা আব্দুস সোবহান সাদিয়াকে ভালো করে পড়াশোনা করার জন্য বাকাবকি করেন। সেই অভিমানে সাদিয়া রাতে আর খাবার না খেয়ে বাড়ির দুই তলায় নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। সকাল পাঁচটার দিকে সাদিয়ার বড় বোন লিজা আক্তার সাদিয়াকে ডাকতে দুই তলায় সাদিয়ার ঘরে গিয়ে দেখে সাদিয়া ঘরের বাঁশের আড়ার সাথে গলায় ওরণা পেঁচিয়ে ঝুলছে। ওই সময় সাদিয়ার বড় বোন লিজা চিৎকার করে তাঁর বাবাকে ঢেকে এনে সাদিয়ার মরদেহ মাটিতে নামায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
সাদিয়ার বড় বোন লিজা আক্তার বলেন, আমি কলেজে পড়াশোনা করি। রাতে আমি নিচ তালায় ঘুমিয়েছিলাম। আর আমার বোন রাতে না খেয়ে উপর তলায় তাঁর ঘরে ঘুমাতে যায়। সকাল পাঁচটার দিকে আমি সাদিয়াকে ডাকতে তাঁর ঘরে গিয়ে দেখি সাদিয়া গলায় ওরণা পেঁচিয়ে ঝুলছে। আমার বোনের মাথারও সমস্যা ছিল দির্ঘদিন থেকে। স্থানীয় কবিরাজের চিকিৎসাও চলমান ছিল।
সাদিয়ার বাবা আব্দুস ছোবহান বলেন, আমার মেয়ে পঞ্চম শ্রেণিতে জিপিএ-৫ পেয়েছিল। পরে উপরার দৃষ্টির (জীন-ভুত) কারনে মাঝে মধ্যই ঘরের এক কোনে লুকিয়ে থাকতো। এমন অবস্থায় সে তেমন পড়াশোনা করতো না। শনিবার বিকেলে সাদিয়া ভালোপড়াশোনা করে না দেখে আমি বকাঝকা করেছিলাম। রাতে খেয়েছিল কিনা আমি জানি না। ওই অভিমানেই মেয়ে আমার গলায় ফাঁস দিয়ে নিজের জীবন শেষ করেছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |