আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:২৫
বিডি দিনকাল ডেস্ক:- স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আগামীকাল ২৩ মার্চ ঢাকায় ‘মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী’ আয়োজন করবে বিএনপি।
আগামীকাল বুধবার ২৩ মার্চ সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপনে জাতীয় কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেন।
এই কর্মসূচি হবে জাতীয় প্রেসক্লাবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। বিকাল ৫টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বইমেলা ও চিত্র প্রদর্শনীতে বিশিষ্ট লেখকদের মুক্তিযুদ্ধ, রাজনীতি, গবেষণা, গল্প, কবিতা, উপন্যাস ও বিশ্লেষণধর্মী বই এবং আলোকচিত্র শিল্পীদের ক্যামেরাবন্দি আলোকচিত্র, চারুশিল্পীদের রং তুলিতে আঁকা চিত্র স্থান পাবে।
উল্লেখ্য গত শুক্রবার সকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপনে গঠিত ‘সাজসজ্জা, মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী কমিটি’র আহ্বায়ক আমান উল্লাহ আমান এই কর্মসূচি ঘোষণা করেন।
পরদিন ২৪ মার্চ বিকাল তিনটায় সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে একদিন বিকাল ৩ টায় জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়াম “আলোচনা সভা”র আয়োজন করেছে “স্বাধীনতা সুর্বণ জয়ন্তী উদযাপন পেশাজীবি সমন্নয় কমিটি”।
বিকেলর এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।।
এই বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন চেয়ারপার্সন এর মিডিয়া উইংসের অন্যতম সদস্য শায়রুল কবির খান ।।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |