আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:২৬
বিডি দিনকাল ডেস্ক : প্রশাসনের পক্ষ থেকে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বিভাগীয় সমাবেশের অনুমতি পায়নি বিএনপি।ফলে আগামীকাল (১৫ অক্টোবর) দুপুর ২টায় ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট মাঠে অনুষ্ঠিত হবে বিএনপির এই বিভাগীয় গনসমাবেশ।
আজ শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ।
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, সাম্প্রতিক আন্দোলনে পাঁচ নেতাকে হত্যা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, গুম খুন ও সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহ বিএনপির বিভাগীয় গনসমাবেশ আয়োজন করা হয়েছে।
গত ৬ অক্টোবর মাঠের অনুমতি চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হয়েছিল। অবশেষে আজ বিকেলে পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রাবাস মাঠ সমাবেশের জন্য অনুমতি দিয়েছে প্রশাসন ।
অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বর্তমানে ময়মনসিংহে অবস্থান করছেন । কয়েকটি প্রস্তুতি সভায় করেছেন তিনি ।
এদিকে আজ শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পলিটেকনিক ইন্সটিটিউটের মাঠ পরিদর্শন করে মঞ্চ নির্মাণের প্রস্তুতি নিয়েছে বিএনপির বিভাগীয় নেতারা।
এতে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি ও হুইপ মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির আহবায়ক এনায়েত উল্লাহ কালম, যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম.এ হান্নান খান, শামীম আজাদ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফখরুদ্দিন আহেমেদ বাচ্চু, আখতারুজ্জামান বাচ্চু প্রমূখ।
প্রসঙ্গত, বিএনপির বিভাগীয় এই সমাবেশে বৃহত্তর ময়মনসিংহের ৭ জেলার নেতাকর্মীরা অংশ গ্রহন করবে।
এর আগে লক্ষ লক্ষ লোকের উপস্থিতিতে প্রথম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয় চট্রগ্রামে । ময়মনসিংহের এই সমাবেশ দ্বিতীয় ।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |