আজ বৃহস্পতিবার | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৬ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১০:৫৩
বিডি দিনকাল ডেস্ক :- স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি যাচ্ছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। আগামীকাল শনিবার ভোর সাড়ে ৪টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বার্লিনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রেসিডেন্ট। এ তথ্য জানিয়েছেন প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
প্রেস সচিব জানান, বার্লিনের চ্যারিটি ইউনিভার্সিটি হসপিটালে প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বার্লিনে স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্যের লন্ডন হয়ে আগামী ২২শে অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রেসিডেন্টের। ৭৭ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। স্পিকার থাকা অবস্থায় চিকিৎসার জন্য নিয়মিত তাকে সিঙ্গাপুরে যেতে হত। প্রেসিডেন্ট হওয়ার পর বেশ কয়েকবার লন্ডনে তিনি চিকিৎসা নিয়েছেন।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:08 PM |
Asr | 3:13 PM |
Magrib | 5:34 PM |
Isha | 6:53 PM |