আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | ভোর ৫:১২
বিডি দিনকাল ডেস্ক : – বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ঘোষিত ১০দফা বাস্তবায়নের দাবীতে বিএনপি-ঢাকা মহানগর উত্তর এর অন্তর্গত ২৬টি থানায় অবস্থান কর্মসূচী। ৮ এপ্রিল ২০২৩, শনিবার বেলা ২ টা থেকে ৪ টা পর্যন্ত।
নি¤েœাক্ত ক্রমানুসারে বিএনপি সহ সকল অংঙ্গ ও সহযোগী সংগঠনকে নির্দিষ্ট স্থানে অবস্থান কর্মসূচী পালন করার জন্য নির্দেশনা দেয়া হলো।
জাসাস ,ওলামা দল, তাতীদল, যুবদল, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ , ঢাকা মহানগর উত্তর ছাত্রদল , সেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল ও মৎস্যজীবী দল।
থানা বিএনপিকে নিজ নিজ থানার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে সমন্বয় করে কর্মসূচী পালন করার জন্য নির্দেশনা দেওয়া হলো।
বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে বিএনপি-ঢাকা মহানগর উত্তর এর অন্তর্গত ২৬টি থানায় অবস্থান কর্মসূচীতে নেতৃত্বদানকারী নেতৃবৃন্দের তালিকা ও স্থান নিম্বরূপঃ
ক্র: নং থানার নাম প্রধান অতিথীর নাম পদবী স্থান
০১ রামপুরা শামসুজ্জামান দুদু ভাইস চেয়ানম্যান, বিএনপি। খিলগাওঁ পল্লীমা সংসদের অপজিটে ভূতের আড্ডা রেস্টুরেন্ট এর সম্মূখে রাস্তায়
০২ বাড্ডা আমান উল্লাহ্ আমান সদস্য, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল
আহবায়ক, বিএনপি-ঢাকা মহানগর উত্তর গুদারাঘাট লেক পাড়, বাড্ডা হাই স্কুলের সামনে, বাড্ডা।
০৩ তুরাগ আতাউর রহমান ঢালী সদস্য, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল ১৫নং সেক্টর খালপাড় হইতে সোজা মেট্রোরেল
মুন্সী বজলুল বাসিত আঞ্জু সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।
০৪ ভাটারা ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস সদস্য, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল যমুনা ফিউচার পার্ক থেকে কুড়িল চৌড়াস্তা পযর্ন্ত (রাস্তার পশ্চিম পাশে)
০৫ উত্তরা পশ্চিম ডাঃ ফরহাদ হালিম ডোনার সদস্য, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল উত্তরা ১০নং সেক্টর সুইচগেট সিসেল রেস্টুরেন্ট এর সামনে।
০৬ তেজগাঁও শিল্পাঞ্চল এ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যুগ্ম মহাসচিব, বিএনপি। এফডিসির পশ্চিম পাশে রেলগেটের সাথে
০৭ বিমানবন্দর এ্যাড. মাসুদ আহমেদ তালুকদার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-বিএনপি। ঢাকা ব্যাংকের পশ্চিম পাশের রাস্তা (১৩নং রোড), জসিম উদ্দিন রোড দিয়ে পাকার মাথার উদ্দ্যেশে পশ্চিম দিকে গেলে হাতের বাম দিকের প্রথম রাস্তা
০৮ গুলশান আশরাফ উদ্দিন আহম্মেদ উজ্জল সম্পাদক সাংস্কৃতিক বিষয়ক, বিএনপি। সুুবাস্তু টাওয়ার এর সামনে
সুলতান সালাউদ্দিন টুকু সভাপতি, যুবদল কেন্দ্রীয় সংসদ।
০৯ ক্যান্টনমেন্ট জেড খান মো: রিয়াজ উদ্দিন নসু সম্পাদক তথ্য ও গবেষনা বিষয়ক, বিএনপি। ইসিবি চত্বর মানিকদি থেকে বিজে টাওয়ার
১০ পল্লবী আমিনুল হক সদস্য সচিব, বিএনপি-ঢাকা মহানগর উত্তর। কালশী রোড, ব্লক-ধ, বাইতুর রহমান মসজিদের সামনে।
১১ দারুসসালাম ডাঃ পারভেজ রেজা কাকন সহ-সম্পাদক স্বস্থ্য বিষয়ক , বিএনপি। খালেক পেট্রোল পাম্প এর সামনে
১২ রুপনগর নিলুফার চৌধুরী মনি সহ-সম্পাদক স্বনির্ভর বিষয়ক, বিএনপি ঘরোয়া মোড় পূবালী ব্যাংকের সামনে, ইষ্টান হাউজিং ২য় পর্ব, রুপনগর
১৩ উত্তরা পূর্ব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান সহ-সম্পাদক প্রশিক্ষন বিষয়ক, বিএনপি। উত্তরা পাবলিক কলেজ থেকে হাউজ বিল্ডিং এর সামনের রাস্তা
১৪ উত্তরখান সৈয়দ অশিফা আশরাফী পাপিয়া সহ-সম্পাদক মানবাধিকার বিষয়ক, বিএনপি। উত্তরখান মাজার, টঈই ব্যাংকের সামনে
আবুল কালাম আজাদ আহবায়ক, জাতীয়তাবাদী তাতীদল
১৫ শেরে-বাংলা নগর কাজী আবুল বাশার সহ-সম্পাদক, সমাজ কল্ল্যাণ বিষয়ক বিএনপি শেরে বাংলা নগর সরকারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন আগারগাওঁ ফুল মার্কেটের সামনে
১৬ মিরপুর খান রবিউল ইসলাম রবি সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। এভিনিউ রোড, সেকশন-৬, মিরপুর।
শাহ মো: নেছারুল হক আহবায়ক, জাতীয়তাবাদী ওলামা দল।
১৭ আদাবর দুলাল হোসেন সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। শম্পা সুপার মার্কেট, রিং রোড শ্যামলী
১৮ ভাষানটেক মোরতাজুল করিম বাদরু সাবেক সিনিয়র সহ সভাপতি- জাতীয়তাবাদী যুবদল। এসুরেন্স হাউজিং, বাগান বাড়ী রোড, ভাষানটেক।
১৯ কাফরুল মোঃ: মামুন হাসান সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। শেওড়াপাড়া শামীম স্বরনী রোড
মোঃ তারিকুল আলম তেনজিং সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।
২০ খিলক্ষেত এ্যাড. তাহেরুল ইসলাম তৌহিদ সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। খিলক্ষেত বাসস্ট্যান্ড ফুট ওভার ব্রিজের উত্তর পাশে
২১ মোহাম্মদপুর ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। ময়ুর ভীলা সংলগ্ন রাস্তা
২২ তেজগাঁও তাবিথ আউয়াল সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। প্রগতী টাওয়ার . কাওরান বাজার
২৩ হাতিরঝিল খন্দকার আহসান হাবিব সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। মালিবাগ রেলগেইট শহীদি মসজিদ, হাতিরঝিল।
২৪ দক্ষিনখান কৃষিবিদ হাসান জাফির তুহিন সভাপতি, জাতীয়তাবাদী কৃষকদল, কেন্দ্রীয় সংসদ। খান প্লাজা, গাওইর, দক্ষিনখান
আব্দুর রহিম সদস্য সচিব, জাতীয়তাবাদী মৎসজীবী দল।
২৫ বনানী গোলাম সরোয়ার সাবেক সহ সভাপতি- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল মহাখালী কাচাঁ বাজার এর সামনে
২৬ শাহ-আলী সাদেক খান সাধারন সম্পাদক, মুক্তিযোদ্ধা দল। রেড ক্রিসেন্ট মাল্টি ন্যাশনাল প্লান্ট (সনি হলের পশ্চিম পাশে)—(AMENDMENT) PRESS RELEASE OF DHAKA NORTH CITY BNP-07-04-2023
বার্তা প্রেরক
(মুহম্মদ মুনির হোসেন)
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |