আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৩৬
মাসুদ রানা, জয়পুরহাট ঃ দীর্ঘ ৬ বছর পর আগামী ১০ ডিসেম্বর জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সম্মেলন হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা। এখন সভাপতি ও সাধারন সম্পাদক কে হচ্ছেন এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ইতিমধ্যে প্রার্থীরা দৌড়-ঝাঁপ শুরু করেছেন কাউন্সিলরদের বাড়ীতে বাড়ীতে। ১০ তারিখেই জানা যাবে কে ধরছেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের হাল।
জানা গেছে, গত ২০১৪ সালের ৯ নভেস্বর সর্বশেষ জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি হন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু ও সাধারন সম্পাদক হন জয়পুরহাট সদর উপজেলা চেয়ারম্যান এস,এম সোলায়মান আলী। এ কমিটি গঠনের পর দীর্ঘ প্রায় ৬ বছর পার হলেও আর কোন সম্মেলন হয়নি। অবশেষে আগামী ১০ ডিসেম্বর হতে যাচ্ছে জয়পুরহাট জেলা আওয়ামীলীগের কাংখিত সেই সম্মেলন। সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীরা এখন ফিরে পেয়েছে প্রাণচাঞ্চল্য। সবাই অপেক্ষা করছেন দেখার জন্য কে হচ্ছেন আগামী দিনের দলের কান্ডারী। ইতিমধ্যে সম্মেলনস্থল জয়পুরহাট জেলা ষ্টেডিয়ামকে প্রস্তুত করতে কাজ শুরু হয়ে গেছে।তবে দলের আগামীতে কে হবেন সভাপতি ও সাধারন সম্পাদক এনিয়ে চলছে বিভিন্ন প্রার্থীদের দৌড়-ঝাঁপ।সভাপতি পদে এবার প্রার্থী হবার জন্য দৌড়-ঝাঁপ করছেন জেলা আওয়ামীলীগের ৮ জন। বর্তমান সভাপতি জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, বর্তমান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বম্বু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা সামসুল আলম, সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ খাজা সামছুল ইসলাম, সহ-সভাপতি জয়পুরহাট বারের জিপি এ্যাড.মোমিন আহম্মেদ চৌধুরী, সহ-সভাপতি জয়পুরহাট বারের সভাপতি ও জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, সহ-সভাপতি গোলাম হক্কানী, বর্তমান জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এস,এম সোলায়মান আলী ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।
এদিকে সাধারন সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন ৬জন। বর্তমান সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এস,এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য নন্দলাল পার্শী, জয়পুরহাট পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, পাঁচবিবি পৌরসভার মেয়র থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আক্কেলপুর পৌরসভার মেয়র থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর।
জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেতু ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।
সম্মেলনকে ঘিরে পুরো শহরে ৭০ টি তোরণ নির্মান করা হয়েছে। জেলা ষ্টেডিয়াম মাঠে কাজ চলছে মঞ্চ তৈরী, সম্মেলনে আগত ১০,০০০ হাজার ডেলিগেট ও কাউন্সিলরদের জন্য বসার ব্যবস্থা। আর কয়েকদিন পর অনুষ্ঠিত হবে এ সম্মেলন। সম্মেলনের মাধ্যমে জেলা আওয়ামীলীগে যোগ্য ও ত্যাগী নেতারা নেতৃত্বে আসবেন এই প্রত্যাশা করছেন জয়পুরহাট জেলাবাসী।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |