আজ বৃহস্পতিবার | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |২রা রজব, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪৫
বিডি দিনকাল ডেস্ক:- আসছে আগামী ৮ ফেব্রুয়ারী নির্বাচনের তারিখ নির্ধারন করে উত্তরা প্রেসক্লাবের নির্বাচন- ২০২৪এর তফসিল ঘোষণা করা হয়েছে ক্লাব সংশ্লিষ্ট সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ।
আজ ১২ জানুয়ারী সাধারন সভায় এই তফসিল ঘোষণা করা হয়। গত ২ বার উত্তরা প্রেসক্লাবের নির্বাচন অন্য স্থানে হলেও এবার উত্তরার ১২ সেক্টর সংলগ্ন নব নির্মিত ক্লাব ভবনেই এই নির্বাচন হবে পূর্বনির্ধারিত ৯২ ভোটারের ভোট প্রয়োগের মধ্য দিয়ে ।
তফসিলে বলা হয় আগামী ১৩ জানুয়ারী থেকে ১৬ জানুয়ারী পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে। ১৭ জানুয়ারী মনোনয়ন ফরম যাচাই-বাছাই, ১৮ জানুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২০ জানুয়ারী ব্যালট নাম্বার নির্ধারণ করা হবে।
ব্যালট নাম্বার পাওয়ার দিন থেকে প্রার্থীগন তাদের প্রচার-প্রচারণা শুরু করবে। ভোটের আগের দিন ৭ ফেব্রুয়ারী দ্বিতীয় এজিএম করা হবে।
নির্বাচন সংশ্লিষ্ট নিয়ম কানুন:
১. সভাপতি এবং সাধারণ সম্পাদক মনোনয়ন ফি – ১০০০০/- টাকা।
২. সম্পাদকীয় পদে- ৫০০০/- টাকা।
৩. সদস্য পদে- ৩০০০/- টাকা।
৪. মনোনয়ন ফরমের টাকা নির্বাহী কমিটির অর্থ+সাংগঠনিক সম্পাদক রিসিভ করে যৌথ স্বাক্ষরে রসিদ প্রদান করবেন। কোনো একজনের অনুপস্থিতে সভাপতির সাক্ষরে রিসিভ হবে। যৌথ স্বাক্ষরের রসিদ দেখে ফরম সর্বরাহ করবেন নির্বাচন কমিশন।
৫. নির্বাচন কমিশনের যাবতীয় খরচ নির্বাহী কমিটি বহন করবেন।
৬. খরচ বাদে মনোনয়ন থেকে প্রাপ্ত অর্থ পরবর্তী কমিটির কাছে হস্তান্তর করবেন। খরচের যাবতীয় অর্থ সভাপতির সম্মতিতে প্রদান করতে হবে।
৭. স্বচ্চ নির্বাচন অনুষ্ঠান এবং ভোটের যাবতীয় জটিলতায় নির্বাহী কমিটির সাথে পরামর্শ করেই সমাধান করবে গঠিত কমিশন।
৮. নির্বাচন ব্যতীত অন্য যে কোন সিদ্ধান্ত নির্বাহী কমিটি গ্রহন করবেন।
৯. সাংগঠনিক সম্পাদক এবং সভাপতি সই করে যে ভোটার তালিকা প্রদান করবেন সেটাই চূড়ান্ত ভোটার তালিকা হিসেবে গণ্য হবে।
এছাড়া ক্লাবের কিছু সমস্যা নিরসনকল্পে প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএফইউজের সদস্য সেলিম কবিরকে প্রধান করে ৫ সদস্যর একটি ক্রাইসিস কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে অন্যান্যদের মধ্যে থাকছেন বাসস এর সাংবাদিক ও প্রেস ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার মনির হোসেন জীবন , ক্লাবের সভাপতি বদরুল আলম মজুমদার , যুগ্ম সম্পাদক এম এ এহসান মাহতাব ফারাহি ও শহিদুল ইসলাম ।
এদিকে প্রথম এই এজিএম এ যুগ্ম সম্পাদক এম এ এহসান মাহতাব ফারাহি সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি বদরুল আলম মজুমদার । বিকেল তিনটা থেকে এক টানা সন্ধ্যা সাত টা পর্যন্ত চলে এজিএম এর সফল কার্যক্রম ।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:04 PM |
Magrib | 5:24 PM |
Isha | 6:44 PM |