আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৪৫
এস.এম.মনির হোসেন জীবন- রাজধানী আগারগাঁওয়ে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন— মোহাম্মদ রোকন (৩৩) ও শাহাদাত হোসেন (২২)। নিহতরা সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
আজ শুক্রবার ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো, বাচ্চু মিয়া দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার দুপুর পৌনে তিনটার দিকে শেরেবাংলা নগর থানার পশ্চিম আগারগাঁও পানির ট্যাংকির মোড়ে নির্মাণাধীন একটি ভবনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতদের সহকর্মী কবির হোসেন জানান, আমরা অ্যাসুরেন্স ডেভেলপার কোম্পানির নির্মাণাধীন ভবনে কাজ করি। শুক্রবার দুপুরে আমরা নামাজ পড়তে যাই। নামাজ শেষে এসে দেখি উপর থেকে দুই জন শ্রমিক নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে আমরা তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই জনকে মৃত বলে ঘোষনা করেন।
তিনি আরও বলেন, তারা ওই নির্মাণাধীন ১৪ তলা ভবনে কাজ করতেন। রোকন ও শাহাদত দু’জনই রাজমিস্ত্রীর কাজ ছিলেন। তারা ভবনের তৃতীয় তলায় বাইরের দিকে মাচান বেঁধে প্লাস্টারের কাজ করছিলেন। এ সময় মাচান ছিঁড়ে তারা নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। তারা দুইজন ওই ভবনেই থাকতেন।
ওসি জানান, ময়নানতন্তের জন্য নিহত দুই শ্রমিকের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। এবিষয়টি শেরে বাংলা নগর থানা পুলিশকে অবগত করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |