- প্রচ্ছদ
-
- বরিশাল
- আছলামপুর ইউনিয়ন গরীব অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ করলেন প্রবাসী মোশারেফ হোসেন
আছলামপুর ইউনিয়ন গরীব অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ করলেন প্রবাসী মোশারেফ হোসেন
প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২২ ৪:৪০ অপরাহ্ণ
বিডি দিনকাল ডেস্ক:- পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ আছলামপুর ইউনিয়ন 6 নং ওয়ার্ড আলহাজ্ব মোঃ বেলায়েত মিয়ার বাড়িতে মোশারেফ হোসেন এর পক্ষ থেকে গরিব অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয় ,শাড়ি বিতরণ করেন তার পিতা আলহাজ্ব রফিকুল ইসলাম মিয়া ও তার শশুর জনাব জামালউদ্দিন তালুকদার সাহেব,জনাব তুহিন তালুকদার ও আলহাজ্ব মোঃ বেলায়েত মিয়ার ছেলে শাহাবুদ্দিন খান আরো ও উপস্থিত ছিলেন এলাকার গন্য মান্যব ব্যক্তি গন ।
(মানুষ মানুষের জন্য)
পৃথিবীতে কোনো মানুষই চিরস্থায়ী নয়। মানুষ চিরস্থায়ী হয়ে থাকতে পারে তার মহৎ কর্মের মাধ্যমে। কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে দীর্ঘ দিন। মানুষের মাঝে বেঁচে থাকার মাধ্যম হলো মহৎ কর্ম । যারা নিজের সুখ নিয়ে ব্যস্ত থাকে, তারা কখনওই সুখের সন্ধান পায় না। জীবনে কেউ যদি ভালো কাজ না করে তবে সে জীবন অর্থহীন। অন্যের মঙ্গলের উদ্দেশ্যে কাজ করার মধ্যেই মানুষের সুখ নিহিত থাকে । মানুষ সুখের জন্য দিশেহারা, তারা কাজের মধ্যে সুখ খুঁজে পেতে চায়। তাই মানুষের প্রতি ভালোবাসা, সহানুভূতি, সহমর্মিতা হারিয়ে ফেলে। অপরদিকে পৃথিবীতে কম সংখ্যক মানুষ আছে যারা নিজের কথা চিন্তা না করে, অন্যের সুখ-শান্তি তথা কল্যাণের কথা চিন্তা করে। অন্যের সুখ-শান্তির মধ্যে নিজের সুখের ঠিকানা খুঁজে পায়। যেমন-দক্ষিণ কোরিয়া যুবদলের সভাপতি ও দক্ষিণ কোরিয়া বিএনপির প্রচার সম্পাদক, মোশারেফ হোসেন সাহেব আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। অর্থাৎ বিশ্বের যা কিছু মহান, মহৎ কর্ম, যা মানব সভ্যতাকে স্বর্ণ শিখরে নিয়ে গেছে তার পিছনে রয়েছে মহৎ মানুষের ভৃমিকা। অপরের কল্যাণ সাধনের জন্য তারা তাদের নিজেদের সুখ শান্তি, আরাম-আয়েশ, ভোগ-বিলাস সবকিছু বিসর্জন দিতে দ্বিধাবোধ করেননি।
তাই আসুন আমরা সেই সব সমাজ সেবক দের কে অনুসরণ করি , এবং তাদের মতো আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেই। গরিব দুঃখি অসহায় মানুষদের পাশে দাড়াই,। এবং তাদের সুখে সুখি, ও তাদের দুঃখে দুঃখি হয়ে মানব কল্যাণের দিকে আগ্রসর হই। জানি আমরা এক দিন পৃথীবি ছেড়ে চলে যাবো,কিন্তু আমাদের এই মহৎ কর্মই আমাদেরকে বাচিয়ে রাখবে চিরকাল,ইনশাআল্লাহ ।
“
Please follow and like us:
20 20