আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:২৬
কামরুল হাসান বাবলু ::-আজও জামিন হয়নি কুয়েতে গ্রেফতার এমপি পাপুলের,পরবর্তী শুনানি আগামী ১৯ জুলাই ।এদিকে কুয়েত সোলায়বীয়া কেন্দ্রীয় কারাগার থেকে আজ সকাল ৯ টায় কুয়েত সিটির মালিয়া কোর্টে নিয়ে আসে ।১১ টায় ৪তলার ১৬ নাম্বার এজলাসে বিচারকের সম্মুখে হাজির করা হয় ।এই সময় তার আইজীবীরা তার জামিন চাইলে বিচারক তা বাতিল করে ১৯ জুলাই রবিবার পরবর্তী তারিখ নির্ধারণ করেন ।
একটি বিশ্বস্থ সূত্র জানায় ,ওই দিন থেকে পূর্ণাঙ্গ শুনানি শুরুর সম্ভাবনা রয়েছে ।আর ঔদিন এই মামলায় যুক্ত অন্যান্য অভিযুক্তদেরকেও হাজির করার সম্ভাবনা রয়েছে ।প্রতি দুই সপ্তাহ পর পর এই শুনানি চলবে ।
অন্যদিকে পাপুলকে বেশ বিমূর্ষ দেখা গিয়েছে ।পাপুলকে হেন্ডকাপ পড়ায়ে নিয়ে আসা হয়ে একেই সাথে পাপুলকে এক কালারের জেলখানার পোশাক পরিহিত দেখা যায় ।পাপুলের মামলা নাম্বার ৯২৪১/2020 .
কারাগারে পাঠানোর পর এ নিয়ে দ্বিতীয়বার তাকে মহামান্য বিচারকের সামনে হাজির করা হলো ।এর আগে ২৫জুন তাকে প্রথমবার বিচারকের সামনে হাজির করা হয়।
মানবপাচার, অর্থপাচার, প্রতারণার অভিযোগে কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুলের নানা অপকর্মের তথ্য প্রমাণ পেয়েছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ।গত ৬জুন কুয়েতের মোশরেফ আবাসিক এলাকার ভাড়া বাড়ি থেকে কুয়েতের সিআইডি গ্রেফতার করে ।একনাগাড়ে ১০দিন রিমান্ডে থাকার পর জামিন না দিয়ে তাকে ১৫জুন কেন্দ্রীয় কারাগারে পাঠান কুয়েতের একটি আদালত ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |