আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৪৩
রুহুল আমিন, আত্রাই (নওগাঁ) থেকে : আজ ৮ মে, ২৫ বৈশাখ। বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম দিন। কবিগুরুর নিজস্ব জমিদারি, তার স্মৃতি বিজড়িত আত্রাইয়ের পতিসরের কাচারিবাড়িতে এ উপলক্ষে বসবে কবিভক্তদের মিলন মেলা। প্রতিবারের ন্যায় এবারও রাষ্ট্রীয় ভাবে উদযাপিত হবে তার জন্মোৎসব। তবে এবারে কবির জন্মোৎসবের মূল অনুষ্ঠান পতিসরে হওয়ায় জাতীয় ভাবে তিন দিনের কর্মসূচি গ্রহন করা হয়েছে। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিতব্য প্রথমদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ আনোয়ার হোসেন হেলাল। তৃতীয় দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। এ ছাড়াও জেলার অন্যান্য এমপি এবং খ্যাতমান ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
এদিকে তিন দিনের এ আয়োজনকে ঘিরে পতিসর ও আশপাশ এলাকায় শুরু হয়েছে উৎসবের আমেজ। পতিসরসহ আশপাশের প্রতিটি গ্রাম এখন আতœীয়-স্বজনদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বাড়ি বাড়ি শুরু হয়েছে অতিথি আপ্যায়নের আয়োজন। গতকাল রোববার সরে জমিনে গিয়ে দেখা গেছে কবি গুরুর জন্মোৎসবের সকল আয়োজন সম্পন্ন হয়েছে। অতিথিদের বরণ করতে প্রস্তুত পতিসর। অতিথিদের আগমণকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও বিভিন্ন পেশাজীবিদের মাঝে প্রাণচাঞ্চল্যতা সৃষ্টি হয়েছে। অতিথিদের স্বাগত জানাতে আত্রাই নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক থেকে শুরু করে আত্রাই-পতিসর সড়কে অর্ধশতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে থেকেও নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এ ব্যাপারে আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, পতিসরে তিন দিনের অনুষ্ঠানকে ঘিরে বাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী সেখানে কয়েক স্তরে নিরাপত্তা থাকবে। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম বলেন, বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মোৎবের মূল অনুষ্ঠান পতিসরে হচ্ছে। এ জন্য নওগাঁ জেলা প্রশাসনের সকল আয়োজনে আমরা সার্বিক সহযোগিতা করছি। অনুষ্ঠান যাতে করে আকর্ষণীয় ও সফল হয় এ জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ব্যপাক প্রস্তুতি গ্রহন করেছি।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |