আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:০৭
বন্দর নগরী চট্টগ্রামে গতকাল বুধবার আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছিল। এতে নগর বিএনপির কার্যালয়ের পাশাপাশি চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ও ভাঙচুর করা হয়। এই ঘটনার রেশ না কাটতেই আজ বিকালে ৩টায় একই সময়ে দেড় কিলোমিটার ব্যবধানে দু’দলের কর্মসূচি রয়েছে। আর বিবদমান এই দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে শহরে উত্তেজনা তৈরি হয়েছে।
জানা যায়, আজ বৃহস্পতিবার বিকালে ৩টায় নগরের বিএনপি কার্যালয় নাসিমন ভবনের সামনে থেকে শোকর্যালি করবে বিএনপি। লক্ষ্মীপুরে যুবদল কর্মী নিহতের ঘটনায় কেন্দ্র ঘোষিত এই র্যালি তিনপুলের মাথা হয়ে আবার নাসিমন ভবনের সামনে এসে শেষ হবে। আর বুধবার মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে হামলার প্রতিবাদে বিকেল ৩টায় লালদিঘী পাড় সংলগ্ন জেলা পরিষদ কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে নগর আওয়ামী লীগ। একই সময়ে কাছাকাছি জায়গায় এই দুই কর্মসূচিকে ঘিরে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন মানবজমিনকে বলেন, বিএনপির লোকজন সংঘাত তৈরির উদ্দেশ্যেই গতকাল ন্যক্কারজনকভাবে আমাদের নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়েছে। এই ঘটনার প্রতিবাদে আমরা আজ বিকেলে ৩টায় জেলা পরিষদের সামনে সমাবেশ ডেকেছি।
তিনি বলেন, আমরা তো সহনশীলতায় বিশ্বাসী। আমরা চাই তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করুক। আশা করছি তারা আর বাড়াবাড়ি করবে না।আজকে আমাদের কর্মসূচিও শান্তিপূর্ণভাবে করবো ইনশাল্লাহ।
এদিকে পাল্টাপাল্টি কর্মসূচি বিষয়ে জানতে জানতে চাইলে নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন মানবজমিনকে বলেন, আমরা কোন পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছি না। এটা আমাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি। আমরা শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করতে চাই। তবে তারা সংঘাতে জড়াতে চাইলে ভিন্ন কথা। আমরা আজকে প্রস্তুতি নিয়েই মাঠে নামবো। তারা আঘাত করলে আমরাও প্রতিরোধ করবো।
তিনি বলেন, গতকাল তারা পরিকল্পিতভাবেই আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। কার্যালয়ে ভাঙচুর করেছে। তাদের হামলায় আমাদের ৮-১০ জন নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন। অনেক গাড়ি ভাঙচুর করেছে, লুটপাট করেছে। পুলিশের সামনেই এসব হয়েছে। সব কিছুর সিসিটিভি ফুটেজ আছে, ভিডিও আছে। এরপরও পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেইনি। অথচ এখন আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। গতকালকেই আমাদের ২০ জন নেতাকর্মীকে আটক করেছে। এগুলো চরম বাড়াবাড়ি।
তবে দুই দলের এই মুখোমুখি কর্মসূচি নিয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বলেন, অনেকটা কাছাকাছি এলাকায় তারা কর্মসূচি দিয়েছে ঠিক। আমরা এটা নিয়ে এলার্ট আছি। কেউ বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তবে আশা করছি শান্তিপূর্ণ কর্মসূচি তারা পালন করবে।
এদিকে গতকাল লালখান বাজারে আওয়ামী লীগের কার্যালয়ে হামলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে খুলশী থানায় দুইটি মামলা হয়েছে। একটিতে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বাচ্চুর পক্ষের এক নেতা বাদী হয়ে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করেছে। আর পুলিশ বাদী হয়ে নাম উল্লেখসহ আরেকটি মামলা করেছে।
এই বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, গতকালকের ঘটনায় মোট দুইটি মামলা হয়েছে। নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। আর আমরা বাদী হয়ে আরেকটি মামলা করেছি। এরমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |