আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:০৫
বিডি দিনকাল ডেস্ক :-নির্বাচন বর্জনের আহ্বান ও অসহযোগ আন্দোলনের পক্ষে ঢাকাসহ সারা দেশে আজ ভোর ৬টা টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচি শুরু হচ্ছে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলোর। চলবে সোমবার ভোর ৬টা পর্যন্ত। এরমধ্যে আগামীকাল জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।
নির্বাচন বর্জনের আহ্বান ও অসহযোগ আন্দোলনের পক্ষে ঢাকাসহ সারা দেশে মিছিল এবং গণসংযোগ করেছে গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে এসব কর্মসূচি পালন করে বিএনপিসহ সমমনা দলগুলো। এদিনে বিভিন্ন সময়ে রাজধানীর তোপখানা রোড, পল্টন মোড়, বিজয়নগর পানির ট্যাংকি, পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব এবং কাওরান বাজারে এসব মিছিল ও গণসংযোগ করেন নেতাকর্মীরা। বিএনপি’র পাশাপাশি জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলটির অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরাও মিছিল করেন।
এদিকে একই দাবিতে গতকাল ‘ডামি নির্বাচন বর্জনের দাবিতে’ বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে লাঠি মিছিল করেন দলটি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সকালে রাজধানীর কাওরান বাজার এলাকায় মিছিল করেন তারা। এ সময় নেতাকর্মীরা অবৈধ নির্বাচন মানি না মানবো না, ডামি নির্বাচন মানি না মানবো না এবং একতরফা নির্বাচন মানি না মানবো নাসহ বিভিন্ন সেøাগানে কাওরান বাজার এলাকা প্রকম্পিত করে তোলেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আজকে দেশে দু’টি ধারা বিদ্যমান।
একটি হচ্ছে সত্য ও ন্যায়ের পক্ষে, মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে। আরেকটি হচ্ছে টাকা পাচার ও লুটেরাদের পক্ষে, মানুষের অধিকার হরণের পক্ষে। আমরা যারা ন্যায়ের পক্ষে আছি তাদের বিজয় অবশ্যম্ভাবী। তিনি বলেন, অবৈধ নির্বাচন জনগণ মেনে নেবে না। লুটেরাদের নির্বাচন জনগণ মেনে নেবে না। এজন্য বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে অবৈধ নির্বাচন বর্জনের আহ্বান জানাচ্ছি।
ওদিকে নির্বাচন বর্জনের আহ্বানে গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে মিছিল ও গণসংযোগ করেছে সমমনা দল এবং জোটগুলো। এরমধ্যে তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চ ও ১২ দলীয় জোট, পল্টন মোড়ে জাতীয়তাবাদী সমমনা জোট, বিজয় নগর পানির ট্যাংকের সামনে গণঅধিকার পরিষদ ও গণফোরাম-পিপলস পার্টি, পুরানা পল্টন মোড়ে বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম। এ ছাড়া দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে এলডিপি।
জামায়াত: নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থাকার আহ্বানে গতকাল রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে পৃথক পৃথকভাবে বিভিন্ন স্থানে এসব মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। এরমধ্যে উত্তরে মিরপুর, পল্লবী ও ফার্মগেট এবং দক্ষিণে পল্টন, বংশাল ডেমরা, যাত্রাবাড়ী এবং খিলগাঁওসহ বিভিন্ন স্থানে মিছিল অনুষ্ঠিত হয়।
এবি পার্টি: ৭ই জানুয়ারি ‘কালো দিন’ ও সকাল-সন্ধ্যা ‘স্বেচ্ছায় প্রতিবাদী লক ডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। গতকাল রাজধানীর পল্টন, বিজয় নগর ও সেগুনবাগিচা এলাকার জনসাধারণ এবং পথচারীদের মাঝে প্রতিবাদী গণসংযোগ ও প্রচারপত্র বিলির এক সংক্ষিপ্ত বক্তব্যে এই কর্মসূচি ঘোষণা করেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। গত বৃহস্পতিবার ‘এবি পার্টির কর্মসূচিতে হামলা ও প্রচারপত্র পুড়িয়ে দেয়ার প্রতিবাদে’ এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়।
এদিকে বিএনপি’র পাশাপাশি আজ থেকে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচিও পালন করবে যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোট। একইসঙ্গে তারা আগামীকাল দেশব্যাপী সকাল-সন্ধ্যা গণকারফিউয়ের কর্মসূচিও ঘোষণা করেছে। এ ছাড়া নির্বাচন ঠেকাতে আজ সারা দেশে হরতাল এবং ৭ তারিখ সারা দেশে গণকারফিউ পালনের জন্য দেশবাসীকে আহ্বান জানায় গণঅধিকার পরিষদ। গতকাল পল্টনের আল-রাজি কমপ্লেক্সের সামনে এক সমাবেশ থেকে এ আহ্বান জানান গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |